পাবনার ফরিদপুর উপজেলা দুর্যোগ ব্যবস্হাপনা অধিদপ্তর দুর্যোগ ব্যবস্হাপনা ত্রাণ মন্ত্রণালয় কর্তৃক আয়েজিত ২০২২-২০২৩ অর্থবছরে মানবিক সহায়তা কর্মসূচি আওতায় আসন্ন পবিত্র ইদুল আজহা উপলক্ষে ১০কেজি হারে বিনামুল্যে ভিজিএফ খাদ্যশস্য চাল বিতরণ করা হয়েছে। আজ বুধবার (৬জুলাই) সকাল ১০টার সময় উপজেলার ডেমড়া ইউনিয়নে ১৩১৩ জন দুস্থ, অসহায় ও শারীরিক প্রতিবন্ধী পরিবারের মাঝে বিনামূল্যে চাল প্রদান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন ডেমড়া ইউনিয়নের পরিষদের চেয়ারম্যান মোঃ জুয়েল রানা উপজেলা আই সি টি অফিসার মোঃ আব্দুল আওয়াল ডেমড়া ইউনিয়ন পরিষদের সচিব মোঃ জমিরুল ইসলাম। ইউপি সদস্য মোঃ সিরাজুল ইসলাম খাঁন। ইউপি মহিলা সদস্য মোছাঃ বাছিরুন নেছা
ডেমড়া ইউনিয়নের চেয়ারম্যান মোঃ জুয়েল রানা বলেন, দুস্থ ও কর্মহীন মানুষের পাশে রয়েছে বর্তমান সরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে হতে বন্যার্তদের সর্বাত্মক সহযোগিতা করা হচ্ছে। ডেমড়া ইউনিয়নের ১৩১৩টি পরিবারকে সহয়তা প্রদান করা হয়েছে। যা পর্যায়ক্রমে আরও বাড়ানো হবে। এ ছাড়া আমাদের পক্ষ থেকে খাদ্য সহায়তা প্রদান করা হবে।
এ ছাড়া আরো বলেন, সরকারের পক্ষ থেকে অসহায় কর্মহীন মানুষের জন্য ত্রাণ সহয়তা প্রদান করা হচ্ছে। যা পরবর্তীতেও অব্যাহত থাকবে।