নবাবগঞ্জে সড়ক দূর্ঘটনার আহত নারী চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু। দিনাজপুর নবাবগঞ্জ উপজেলায় মোটরসাইকেলের ধাক্কায় আহত নারী আছিয়া বেগমের (৫০) মৃত্যু হয়েছে। রংপুর মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
রংপুর মেডিকেল হাসপাতালে গত শনিবার রাত ১১ টায় তার মৃত্যু হয়। এর আগে একইদিনে দুপুর ১২ টায় উপজেলার ভাদুরিয়ার বাজার সংলগ্ন পুরাতন মসজিদের পার্শ্ববর্তী রাস্তা পার হওয়ার সময় তিনি দূর্ঘটনার শিকার হয়েছিলেন। নিহত আছিয়া বেগম ভাদুরিয়া ইউনিয়নের তেঘড়া গ্রামের আমিনুর হোসেনের স্ত্রী।
বিষয়টি নিশ্চিত করছেন নবাবগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) আবুল কালাম আজাদ বলেন,রোববার ভাদুরিয়া বাজারের রাস্তা পার হওয়ার সময় দ্রুত গতিতে আসা একটি মটরসাইকেল তাকে সজোরে ধাক্কা মারে। এসময় তিনি রাস্তায় ছিঁটকে পড়েন এবং মাথায় গুরুতর আঘাত প্রাপ্ত হোন। পরে স্থানীয়রা তাকে আহত অবস্থায় স্থানীয় পাবলিক হাসাপাতেল ভর্তি করায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল হাসপাতালে প্রেরণ করে। সেখানকারও কর্তব্যরত চিকিৎসক আরও উন্নত চিকিৎসার জন্য আছিয়া বেগমকে রংপুর মেডিকেল হাসপাতালে প্রেরণ করেন। পরে সেখানে তিনি মৃত্যু বরণ করেন। এই ঘটনায় থানায় একটি নিয়মিত মামলার দায়ের করা হয়েছে।