পাবনায় “মাদক সেবন রোধ করি, সুস্থ সুন্দর জীবন গড়ি” এ প্রতিপাদ্যেকে সামনে রেখে পাবনায় মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস পালিত হয়েছে ।
রবিবার (২৬ জুন) সকাল ১১টায় এ উপলেক্ষ মাদকব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে জেলা প্রশাসক বিশ্বাস রাসেল হোসেন বেলুন উড়িয়ে দিবসটি উদযাপিত করে।
পরে এক বর্ণাঢ্য র্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় জেলা প্রশাসকের কার্যালয়ের শেষ হয়।
এসময় উপস্থিত ছিলেন, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা কাজী আতিউর রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রট আব্দুল আল-মামুন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ রাকিবুজ্জামান, জেল সুপার সাহা আলম প্রমুখ।
#CBALO / আপন ইসলাম