বাংলাদেশ আওয়ামী লীগের ৭৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পাবনার আটঘরিয়া উপজেলার চাঁদভা ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে বর্ণাঢ্য রালী, আলোচনা ও দোয়া মাহাফিল অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার বিকেলে উপজেলার চাঁদভা ইউনিয়নের সাড়াবাড়িয়া বাজার আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
চাঁদভা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইঞ্জিঃ সাইফুল ইসলাম কামাল এর সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ড. হোসেন আলী বিশ্বাস, উপজেলা ঘাতক দালান কমিটির আহবায়ক ফরিদ আহমেদ, আ. লীগ নেতা মেজবাহর চৌধুরী, চাঁদভা ইউনিয়ন ছাত্র লীগের সভাপতি রিসরাত বিশ্বাস রনি, সেচ্ছাসেবক লীগের আহবায়ক রুবেল আহমেদ প্রমুখ।
পরে কেক করা হয়। এর আগে সকালে আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা।