দিনাজপুরের নবাবগঞ্জে (২২জুন)নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ মহোদয়ের নির্দেশক্রমে অত্র থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার অভিযান চলাকালে অত্র থানার সাব-ইন্সপেক্টর বিভূতি ভূষণ ব্রতী রায় সঙ্গীয় অফিসার ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে রাত্রি অনুমান ১.০০ ঘটিকার সময় নবাবগঞ্জ থানার ৫ নং পুটিমারা ইউনিয়নের অন্তর্গত বুজরুক হরিনা গ্রামস্থ মোঃ সৈয়দ আলীর ছেলে মোঃ এরশাদুলকে(৩৬) তার নিজ বসতবাড়ি হইতে ১১ (এগার) বোতল ফেন্সিডিল সহ আটক করেন। ধৃত আসামী একজন মাদক ব্যবসায়ী।গোপন সংবাদের ভিত্তিতে ধৃত আসামীর বসত বাড়িতে তল্লাশি চালিয়ে তার বসতবাড়ির দুই তলা বিশিষ্ট মাটির ঘরে দ্বিতীয় তলায় একটি প্লাস্টিকের ব্যাগে ১১ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। ধৃত আসামী মোঃ এরশাদুল(৩৬) নবাবগঞ্জ থানার পূর্বের একাধিক মামলার এজাহারভুক্ত আসামী। গ্রেপ্তারকৃত আসামী ও জব্দকৃত মালামাল সহ থানায় হাজির হয়ে এসআই /বিভূতি ভূষণ ব্রতী রায় এর অভিযোগের ভিত্তিতে নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ মহোদয় নবাবগঞ্জ থানায় একটি মাদক মামলা রুজু করেন।