মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১০:৪৩ অপরাহ্ন

ই-পেপার

ইছামতি প্রবাহমান করতে পাবনা পানি উন্নয়ন বোর্ড অফিস ঘেরাও

স্টাফ রিপোর্টারঃ 
আপডেট সময়: মঙ্গলবার, ২১ জুন, ২০২২, ১০:৫২ পূর্বাহ্ণ

মহামান্য হাইকোর্টের আদেশ দ্রুত বাস্তবায়ন করার দাবীতে ইছামতি নদী উদ্ধার আন্দোলন পাবনার উদ্যোগে সোমবার (২০ জুন) বেলা সাড়ে ১০ টায় বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড পাবনার কার্যালয় ঘেরাও কর্মসূচী পালন করা হয়।
ঘেরাও কর্মসূচীতে অংশ গ্রহনকারীরা বলেন, মহামান্য হাইকোর্টের রায় দ্রুত বাস্তবায়ন করা হউক। অন্যথায় পাবনাবাসীকে সাথে নিয়ে আরও কঠোর কর্মসূচী দেওয়া হবে।
পাবনাবাসীর প্রাণের দাবী ইছামতি নদী প্রবাহমান করতে হবে। শহরের মধ্য দিয়ে প্রবাহিত ইছামতি নদীর দু‘পাড়েরর অবৈধ স্থাপনা উচ্ছেদ কাজের বাকী অংশ দ্রুত সম্পন্ন করার জোর দাবী জানান।
একই সাথে উচ্ছেদকৃত অংশে দ্রুত খনন কাজ বাস্তবায়নের জন্য একাধিক এ্যাস্কেভেটর ব্যবহারের জন্য তাগিদ দেওয়া হয়।
ইছামতি নদী উদ্ধার আন্দোলন পাবনার সভাপতি এস এম মাহবুব আলম‘র সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আলহাজ হাবিবুর রহমান হাবিবের সঞ্চালনায় অনুষ্ঠিত ঘেরাও কর্মসূচীতে বক্তব্য দেন আশির দশকের সাবেক ছাত্র নেতা সরকারি এডওয়ার্ড কলেজের সাবেক জিএস জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক তৌফিকুল আলম, বীরমুক্তিযোদ্ধ রেজাউল করিম রেজা, অগ্রণী ব্যাংক লিঃ এর সাবেক ডিজিএম নাছির উদ্দিন,
সোনালী ব্যাংক লিঃ এর সাবেক এসপিও মো. আকবর হোসেন, বাংলাদেশ নদী বাচাঁও আন্দোলন পাবনার সহ-সভাপতি হাসান আলী, বাপার সাধারণ সম্পাদক আব্দুল হামিদ খান, পাবনা আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আমানুল্লাহ খান, কৃষক লীগ পাবনা সদর উপজেলার সাধারণ সম্পাদক মাযহারুল ইসলাম মুন্নু,
ইছামতি নদী উদ্ধার আন্দোলন পাবনার সহ-সভাপতি প্রাক্তন প্রধান শিক্ষক হাসিনা আখতার রোজী, যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ জেবুন্নেছা ববিন, সাংগঠনিক সম্পাদক সাঁথিয়া মহিলা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক ড. মনছুর আলম, তথ্য ও গবেষণা সম্পাদক শহীদ এম মনছুর আলী কলেজের সহকারী অধ্যাপক ড. আল আমিন,
দপ্তর সম্পাদক পথসাহিত্য সংসদের সাধারণ সম্পাদক মীর ফজলুল করিম বাচ্চু, প্রচার সম্পাদক এশিয়ান টিভির স্টাফ রিপোর্টার শফিক আল কামাল, সর্ব সদস্য সরকারি অবসরপ্রাপ্ত কর্মকর্তা শফিউদ্দিন মিয়া,
মাইটিভির স্টাফ রিপোর্টার মজিবুল হক লাজুক, আনন্দ টিভির জেলা প্রতিনিধি সেলিম মোর্শেদ রানা, কবি আজিজা পারভীন, ইছামতি থিয়েটারের পরিচালক ভাষ্কর চৌধুরী প্রমুখ।
ঘেরাও কর্মসূচীতে অংশ নেন পাবনা রিপোর্টারস ইউনিটির সাধারণ সম্পাদক কাজী মাহবুব মোর্শেদ বাবলা, মাছরাঙা টিভির জেলা প্রতিনিধি শহিদুল ইসলাম রিজু, ৭১ টিভির জেলা প্রতিনিধি মোস্তাফিজুর রহমান রাসেল,
সিএনএফ টিভির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান খালেদ আহমেদ, সাংবাদিক সুলভ, মাসুক, ডিবিসির ক্যামেরাম্যান আসিফ মাহমুদ, চ্যানেল ২৩ এর পাবনা জেলা প্রতিনিধি হুমায়ুন রাশেদ, বাচিক শিল্পী আসাদ বাবু, সাংবাদিক আর কে আকাশ, সাংবাদিক সাইফুল ইসলাম প্রমুখ।
ঘেরাও কর্মসূচী শেষে বেলা সাড়ে ১১ টায় নবাগত তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. কহিনুর আলম‘র সাথে সাক্ষাৎ করা হয়। তিনি ইছামতি নদী পুনরুজ্জীবিত করতে মহামান্য হাইকোর্টের রায় বাস্তবায়নের জন্য নির্বাহী প্রকৌশলী সারোয়ার জাহান সুজনকে তাৎক্ষণিক নির্দেশ দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর