মঙ্গলবার, ১৪ মে ২০২৪, ১২:০৯ অপরাহ্ন

ই-পেপার

বরিশালে ডিবি পরিচয়ে ছিনতাই, গ্রেফতার-৫

অঞ্চলিক প্রতিনিধি, বরিশাল
আপডেট সময়: শনিবার, ১৮ জুন, ২০২২, ৮:১২ অপরাহ্ণ

ডিবি পুলিশ পরিচয়ে থ্রি হুইলার ছিনতাই চক্রের পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার দুপুরে বরিশাল মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেল সূত্রে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
সূত্রমতে, ডিবি পুলিশ পরিচয়ে আসামি ধরার কথা বলে গত ১৩ জুন বিকেলে বাবুগঞ্জ উপজেলার রাজকর এলাকার বাসিন্দা কাজী কামালের থ্রি হুইলার কৌশলে ছিনতাই করে চারজন ব্যক্তি। এ ঘটনায় কামালের স্ত্রী এয়ারপোর্ট থানায় চারজনকে অজ্ঞাতনামা আসামি করে একটি মামলা দায়ের করেন। পরবর্তীতে ডিবি পুলিশ অভিযান চালিয়ে ঘটনার সাথে জড়িত চারজনকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলো-গোপালগঞ্জের খান্দারপাড় এলাকার সাখায়েত মুন্সি, ফরিদপুরের সালতা থানার উত্তর চন্ডীবর্ধী এলাকার জহির হাসান মোল্লা, পটুয়াখালী সদর থানার শিমুলবাগ এলাকার সোহেল হাওলাদার, মাগুরা জেলার মোহাম্মাদপুর থানার উত্তর বিশ্বাসপাড়া এলাকার মহসিন শেখ ও একই এলাকার আমিরুল ইসলাম।
বিষয়টি নিশ্চিত করে মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (উত্তর) জাকির হোসেন মজুমদার বলেন, গ্রেফতারকৃতদের মধ্যে সাখায়েত মুন্সি এ চক্রের লিডার। আর জহির হাসান মোল্লা নিজেকে ডিবি পুলিশসহ প্রশাসনের শীর্ষ কর্মকর্তা পরিচয়ে টার্গেটকৃত গাড়িতে ওঠার কাজটি করেন। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় এক ডজন মামলা রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর