রবিবার, ০৫ জানুয়ারী ২০২৫, ০৫:৫০ পূর্বাহ্ন

ই-পেপার

অভয়নগরসহ তিন উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থীদের প্রতীক বরাদ্দ 

মোঃ কামাল হোসেন, অভয়নগর(যশোর):
আপডেট সময়: সোমবার, ১৩ মে, ২০২৪, ৫:০৫ অপরাহ্ণ

অভয়নগরসহ যশোর সদর ও বাঘারপাড়া উপজেলা নির্বাচনে সোমবার প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। জেলা অতিরিক্ত নির্বাচন কর্মকর্তা আব্দুর রশিদ প্রার্থীদের মধ্যে এ প্রতীক বরাদ্দ দেন।

 

অভয়নগর উপজেলায় চেয়ারম্যান প্রার্থী রবিন অধিকারী (ব্যাচা) (আনারস), সরদার অলিয়ার রহমান (মোটরসাইকেল), ভাইস চেয়ারম্যান পদে আখতারুজ্জামান তারু বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হতে চলেছেন। এ পদে অন্য কোন প্রার্থী না থাকায় প্রতীক বরাদ্দ করা হয়নি। এছাড়া, মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী সাফিয়া খানম (হাঁস), লায়লা খাতুন (কলস), মিনারা পারভীন (ফুটবল)।

 

যশোর সদর উপজেলায় প্রতীকপ্রাপ্ত প্রার্থীরা হলেন, চেয়ারম্যান পদে বর্তমান চেয়ারম্যান মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরী (আনারস), তৌহিদ চাকলাদার ফন্টু (মোটরসাইকেল), আনোয়ার হোসেন বিপুল (দোয়াত কলম), শফিকুল ইসলাম জুয়েল (কাপ পিরিচ), মোহিত কুমার নাথ (শালিক পাখি), ফাতেমা আনোয়ার (ঘোড়া)।

ভাইস চেয়ারম্যান পদে সুলতান মাহমুদ বিপুল (টিউবওয়েল), শেখ জাহিদুর রহমান (বৈদ্যুতিক বাল্ব), মনিরুজ্জামান (উড়োজাহাজ), শাহাজান কবির শিপলু (চশমা), কামাল খান (তালা) মহিলা ভাইস চেয়ারম্যান বাশিনুর নাহার ঝুমুর (ফুটবল), জোসনা আরা মিলি (কলস), শিল্পী খাতুন (হাঁস) প্রতীক বরাদ্দ পেয়েছেন।

 

বাঘারপাড়া উপজেলায় চেয়ারম্যান প্রার্থী মাসুম রেজা (হেলিকপ্টার), এফএম আশরাফুল কবির (মোটরসাইকেল), রাজীব কুমার রায় (ঘোড়া), হাসান আলী (আনারস), সেলিম রেজা (কাপ পিরিচ), আব্দুর রউফ (দোয়াত কলম), ভাইস চেয়ারম্যান পদে আসাদুজ্জামান (টিউবওয়েল), গোলাম ছরোয়ার (তালা), নাজমুল হুসাইন (চশমা), শাহজালাল (বই), এনায়েত হোসেন লিটন (মাইক), তাওহিদুর রহমান (উড়োজাহাজ), জয়নাল আবেদীন (টিয়া পাখি)। এছাড়া, মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী শামসুন্নাহার (ফুটবল), বিথীকা বিশ্বাস (পদ্মফুল), রেক্সনা খাতুন (কলস), দিলারা জামান (প্রজাপতি)।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর