পাবনার আটঘরিয়ায় সড়ক দুর্ঘটনায় এক হোন্ডা আরোহী নিহত এবং অপর দুইজন গুরুতর আহত হয়েছে।
আহতদেরকে পাবনা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত হোন্ডা আরোহীর নাম রাকিবুল ইসলাম শান্ত (২৫)। সে ডেঙ্গারগ্রামের সাইফুল্লাহ ইসলাম রতন আলীর ছেলে।
নিহত শান্ত এডওয়ার্ড বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের অনার্স ৩ য় বর্ষের ছাত্র।
আহত অপর দুইজন হলো ডেঙ্গারগ্রামের ইসমাইলের ছেলে আমিরুল ইসলাম (২৪), গোকুল নগরের আশরাফ আলীর ছেলে জোহা (২৩) । ঘটনাটি ঘটেছে গত শনিবার ১৮ জুন বেলা সাড়ে ১১ টার দিকে টেবুনিয়ায়-চাটমোহর সড়কের আটঘরিয়া পৌরসভার সামনে কেরাণীর ঢাল নামক স্থানে।
প্রত্যাক্ষ দর্শী ও স্বজনরা জানান নিহত শান্ত ও অপর দুই বন্ধু মিলে আটঘরিয়া থেকে টিকা নিয়ে বাড়ি ফেরার পথে উক্ত স্থানে পৌছালে চাটমোহর গামী মৌসুমি (ঢাকা-মেট্রো ব ১৪-২৭২১) নামক
বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ বেধে যায়। ঘটনা স্থলেই শান্ত মারা যায় এবং অপর দুইজন গুরুতর আহত হয়। আহতদেরকে প্রথমে আটঘরিয়া হাসপাতালে ভর্তি করা হলে পরে দ্রত পাবনা সদর হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
#CBALO / আপন ইসলাম