পাবনার ঈশ্বরদীতে বালু ভর্তি মিনি ট্রাক ও শ্যালোইঞ্জিনচালিত ভটভটির মুখোমুখি সংঘর্ষে ভটভটিচালক মতলেব হোসেন (৫০) নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো তিনজন।
শুক্রবার (১৭ জুন) বেলা ৩টায় রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। নিহত মতলেব উপজেলার কলেরকান্দি বটতলা গ্রামের মৃত ভোলা প্রামানিকের ছেলে।
আহত যাত্রীরা হলেন, নওদাপাড়া গ্রামের সলিম হোসেনের ছেলে সাদ্দাম হোসেন (২২), পৌর শহরের ফতে মোহাম্মদপুর এলাকার সৈয়দ আলীর ছেলে শামসুল হোসেন (৪০) ও আরামবাড়িয়া গ্রামের ভানু সরকার (৫০)।
হাইওয়ে পুলিশ জানায়, শুক্রবার সকাল সাড়ে ১০টায় পাবনা-নাটোর মহাসড়কে ঈশ্বরদীর মুলাডুলি ইউনিয়নের সরাইকান্দি গ্রামে বালু ভর্তি মিনি ট্রাক ও যাত্রীবাহী ভটভটির মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ভটভটি চালক মতলেব হোসেনসহ চারজন আহত হন।
খবর পেয়ে ফায়ার সার্ভিস সদস্যরা তাদের উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এদের মধ্যে ভটভটি চালক মতলেব হোসেনসহ তিনজনের অবস্থার অবনতি হলে তাদের রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
মতলেব হোসেনের ছেলে সুজন হোসেন জানান, ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে যাওয়ার পথিমধ্যে রাজশাহীর বানেশ্বর এলাকায় তার বাবা মতলেব হোসেন মারা যান।
পাকশী হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) বেলাল হোসেন জানান, পুলিশ বালু ভর্তি ট্রাক আটক করেছে। পুলিশ ঘটনাস্থলে যাওয়ার আগেই ট্রাকের চালক ও সহকারী চালক পালিয়ে যায়। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
#CBALO / আপন ইসলাম