নিয়ন্ত্রন হারিয়ে মোটরসাইকেল দূর্ঘটনায় ঘটনাস্থলেই চালক ছেলে নিহত ও আরোহী বাবা গুরুতর আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে বরিশাল-বানারীপাড়া সড়কের বাদলা উঁচু ব্রীজ নামক এলাকায়।
তথ্যের সত্যতা নিশ্চিত করে বৃহস্পতিবার দিবাগত রাতে এয়ারপোর্ট থানার এসআই আজমল ঠাকুর জানান, ওইদিন সন্ধ্যায় মোটরসাইকেলযোগে গুঠিয়া বাজারের ওয়ার্কশপ ব্যবসায়ী আব্দুল আজিজ তার ছেলে রিয়াজের মোটরসাইকেলযোগে দোকান থেকে মাধবপাশার পাংশা গ্রামের বাড়ির উদ্দেশ্যে যাচ্ছিলেন। পথিমধ্যে মোটরসাইকেলটি নিয়ন্ত্রন হারিয়ে খাঁদে পরে যায়। এসময় ঘটনাস্থলেই চালক রিয়াজ নিহত ও আজিজ গুরুত্বর আহত হন। স্থানীয়রা আহতকে উদ্ধার করে বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করেছেন।
#CBALO / আপন ইসলাম