মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫, ০৯:০৯ অপরাহ্ন

ই-পেপার

রাসুল (সাঃ) অবমাননার প্রতিবাদে চাটমোহরে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: মঙ্গলবার, ১৪ জুন, ২০২২, ৫:২৪ অপরাহ্ণ

সম্প্রতি ভারতের ক্ষমতাসীন দল বিজেপির মুখপাত্র নূপুর শর্মা ও মিডিয়া সেল প্রধান নবীন জিন্দাল কর্তৃক বিশ্বনবী হযরত মুহাম্মদ (সাঃ) এবং আয়েশা সিদ্দিকা (রাঃ) কে নিয়ে অশ্লীল ও অবমাননাকর মন্তব্য করার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৪ জুন) সকালে চাটমোহর উলামা পরিষদ ও তৌহিদী জনতার আয়োজনে চাটমোহর থানা বাজার (আমতলা মোড়) মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন ও বি¶োভ মিছিলে সভাপতিত্ব করেন, চাটমোহর উলামা পরিষদের সভাপতি হরযত মাওলানা মোহাম্মদ নুরুজ্জামান। সঞ্চালনায় ডিবিগ্রাম ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক মুফতি আঃ তালহা।

আরো বক্তব্য দেন, চাটমোহর উলামা পরিষদের সাধারণ সম্পাদক মাওলানা আলতাফ হোসাইন, চাটমোহর উলামা পরিষদের সাংগঠনিক সম্পাদক কারী আরশেদ চাটমোহর উলামা পরিষদের সহ-সভাপতি মাওলানা আঃ করিম,চাটমোহর উলামা পরিষদের সহ-সভাপতি মুফতি মহিউদ্দিন, চাটমোহর পৌর উলামা পরিষদের সাংগঠনিক সম্পাদক হাফেজ নুরুল আমিন রন্জু, হরিপুর ইউনিয়ন শাখা সভাপতি মাওলানা আঃ রাজ্জাক, গুনাইগাছা ইউনিয়ন শাখা সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান, মথুরাপুর ইউনিয়ন শাখা সভাপতি মাওলানা সাইদুল ইসলাম, মাওলানা হাসানুজ্জামান ও মুফতি ওবায়দুল্লাহ প্রমুখ।

এ সময় বক্তারা বিশ্ব নবী বিশ্বনবী মুহাম্মদ (সাঃ) এর পরিবার নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য দেয়ায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। ভারতের ক্ষমতাসীন দল বিজেপির মুখপাত্র নূপুর শর্মা ও মিডিয়া সেল প্রধান নবীন জিন্দাল ক্ষমা চাওয়ার আহ্বান জানান। সেইসঙ্গে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিষয়টি সংসদে উত্থাপনের জন্য অনুরোধ জানান।

 

 

#CBALO / আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর