মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫, ০৯:১৩ অপরাহ্ন

ই-পেপার

মহানবী (সাঃ) সম্পর্কে কটুক্তির প্রতিবাদে  চাঁদভায় বিক্ষোভ

মাসুদ রানা, আটঘরিয়া(পাবনা)প্রতিনিধি:
আপডেট সময়: সোমবার, ১৩ জুন, ২০২২, ৯:১৬ অপরাহ্ণ

ভারতের ক্ষমতাসীন দল বিজেপির মুখপাত্র নুপুর শর্মা এবং মিডিয়া সেলের প্রধান নবীন জিন্দাল কর্তৃক প্রিয় নবী হযরত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এবং তাঁর সহধর্মিণী উম্মুল মুমিনিন আয়েশা (রাঃ) ‘আনহা’ সম্পর্কে চরম অবমাননাকর ও কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে পাবনার আটঘরিয়ার  চাঁদভা বাজার বনিক সমিতি সোমবার (১৩ জুন) বিকালে চাঁদভা বাজারে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ মিছিলে হাজার হাজার মুসলিম জনতা অংশ নিয়ে ভারতের নুপুর শর্মা এবং নবীন জিন্দালের বিরেদ্ধে তীব্র নিন্দা ও ঘৃণা জ্ঞাপন করে অনতিবিলম্বে তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জোর দাবী জানান।
চাঁদভা বাজার বনিক সমিতির সভাপতি হারুন অর রশিদ এর সভাপতিত্বে ও কোষাধ্যক্ষ রফিকুল ইসলাম এর সঞ্চালনায় বিক্ষোভ মিছিলটি চাঁদভা বাজার থেকে শুরু হয়ে বাচামারা মোড়, চাঁদভা কড়ইতলা প্রদক্ষিণ শেষে চাঁদভা বাজার মোড়ে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এসময় বিক্ষোভ মিছিলে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন সহসভাপতি ইদ্রিস আলী, বাজার ব্যবসায়ী সমিতির সম্পাদক রবিউল ইসলাম, কোষাধ্যক্ষ রফিকুল ইসলাম, ইউনুস আলী, আব্দুল রব, হাফেজ মও, আবু বক্কার, আমিরুল ইসলাম প্রমুখ।  শেষে মোনাজাত পরিচালনা করেন মও,আব্দুল কুদ্দুস আলী।

 

 

#CBALO / আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর