পাবনার ভাঙ্গুড়ায় জরিনা রহিম বালিকা উচ্চ বিদ্যালয়ের আয়োজনে ২০২২ সালের এসএসসি পরিক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
১২ জুন (রবিবার) সকাল সাড়ে ১০ টায় ভাঙ্গুড়া জরিনা রহিম বালিকা উচ্চ বিদ্যালয়ে এ বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
ভাঙ্গুড়া জরিনা রহিম বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ফারুক হোসেন এর সভাপতিত্বে উক্ত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন,পাবনা-৩ এর সংসদ সদস্য ও ভূমি মন্তনালয় সম্পর্কিত স্বায়ী কমিটির সভাপতি আলহাজ্ব মোঃ মকবুল হোসেন এম পি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হয়ে বক্তব্য দেন ভাঙ্গুড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র এবং অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ গোলাম হাসনাইন রাসেল, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম,উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ রমজান আলী খান, মোঃ আসলাম আলী, যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ গোলাম হাফিজ রন্জু, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শামীম আহম্মেদ, মোঃ ইমরান হাসান আরিফ, সাংগঠনিক সম্পাদক মোঃ ইবনুল হাসান শাকিল,মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ আজিদা পারভীন পাখি, সাবেক ছাত্র লীগের সাধারণ সম্পাদক ও পাবনা জেলা আওয়ামী যুবলীগের সদস্য মোঃ সাজ্জাদুর রহমান তারেক, অভিবাবক সদস্য অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ শহিদুল ইসলাম মাষ্টার, মোঃ নুর ইসলাম মিন্টুসহ আর উপস্থিত ছিলেন, উক্ত প্রতিষ্ঠানের শিক্ষক, কর্মচারী, শিক্ষার্থীদের অভিভাবক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে উপস্থিত অতিথিগণ বিদায়ী শিক্ষার্থীদের বলেন,আগামী দিনে তোমাদেরকেই রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিতে হবে। দেশে সু-শাসন প্রতিষ্টায় তোমাদেরই যোগ্য নাগরিক হিসেবে তৈরি হতে হবে। তবেই দেশ দূর্নীতি ও সন্ত্রাস মুক্ত হবে।বর্তমান সরকার শিক্ষা বান্ধব সরকার। শিক্ষা ক্ষেত্রে উন্নয়নের জন্য সরকার আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের অবহেলিত এলাকায় স্কুল প্রতিষ্ঠা করে হতদরিদ্র পরিবারের মেয়েদের পড়ালেখার সুযোগ সৃষ্টি করে এক যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেছেন। যার সুফল দেশের স্কুল কলেজের ছেলে-মেয়েরা ভোগ করে আসছে।
#CBALO / আপন ইসলাম