ভারতের ক্ষমতাসীন দল বিজেপির মুখপাত্র নুপুর শর্মা এবং মিডিয়া সেলের প্রধান নবীন জিন্দাল কর্তৃক প্রিয় নবী হযরত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এবং তাঁর সহধর্মিণী উম্মুল মুমিনিন আয়েশা রাযিয়াল্লাহ ‘আনহা’ সম্পর্কে চরম অবমাননাকর ও কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে আজ রবিবার সকাল সারে ১০ টায় মুসলিম উম্মার পক্ষ থেকে ভাঙ্গুড়া গোডউন রোডের সামনে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ মিছিলে সকল পেষা ও বিভিন্ন শ্রেনীর হাজার হাজার মুসলিম জনতা অংশ নিয়ে ভারতের নুপুর শর্মা এবং নবীন জিন্দালের বিরেদ্ধে তীব্র নিন্দা ও ঘৃণা জ্ঞাপন করে অনতিবিলম্বে তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জোর দাবী জানান, পাবনা ভাঙ্গুড়া উপজলা উলামা পরিষদের সভাপতি মাওলানা রকিব উদ্দিন আহমাদ এর সভাপতিত্বে বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন ভাঙ্গুড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ বাকিবিল্লাহ, ভাঙ্গুড়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মোঃ গোলাম হাসনাইন রাসেল, ভাঙ্গুড়া উপজেলা উলামা পরিষদের সহ-সভাপতি মাওলানা জয়নাল আবেদীন, সাধারণ সম্পাদক মাওলানা মুফতি ইউসুফ আলী,সাগঠনিক সম্পাদক মুফতি হাবিবুল্লাহ, মাওলানা গোলাম রাব্বি, মাওলানা ফয়েজ উদ্দিনসহ হাজার হাজার জনতা।
#CBALO / আপন ইসলাম