#চলনবিল_বিধৌত_বড়ালকুলের_কবি_ও_সাহিত্যিক_যারা
আজকে তুলে ধরবো চলনবিল অঞ্চলের #ভাঙ্গুড়া_উপজেলার কবি ও সাহিত্যিকগণের মধ্যে থেকে কবি পি, এম জাহিদের জীবনী পরিচিতি
#পি_এম_জাহিদঃ
কবি পি,এম জাহিদ ভাঙ্গুড়া উপজেলার খানমরিচ ইউনিয়নের হেলেঞ্চা গ্রামে জন্ম গ্রহণ করেন। তাঁর পিতার নাম মরহুম শাহজাহান আলী। মাতা জাহানারা খাতুন বিভিন্ন সাহিত্যের কাগজে লেখালেখি করে চলেছেন।প্রকাশিত গ্রন্থ যৌথ কাব্যগ্রন্থ ১১টি একক গ্রন্থ ১টি। সম্পাদনা করেন সাহিত্যের কাগজ মাসিক নবধারা। রাইটার্স অপ বাংলাদেশ মিলনায়তনে কবি আল মাহমুদ কবির চলনবিলের ছড়া শুনে কবিকে ছাও কবি উপাধিতে ভূষিত করেন।ঢাকা জেলা উত্তর কেন্দ্রীয় সংস্কৃতি ও সাহিত্য সংগঠনে কবি স্থায়ী কমিটির সদস্য। তিনি তিন বাংলা সাহিত্য কর্মশালা (ভারত, বাংলাদেশ ও প্রবাসী)য় ছন্দ রীতিতে প্রথমস্থান অধিকার করে তিন বাংলা সাহিত্য কর্মশালার পুরস্কার পেয়েছেন। তিনি বর্তমানে মানে কবিতা, ছোট গল্প, উপন্যাসের পাশাপাশি নাটক রচনা ও পরিচালনা করেন। তার প্রকাশিত নাটকের সংখ্যা ১৭ টি।
#তথ্য_সংগ্রহঃ চলনবিলের কিংবদন্তি,চলনবিলের গুণীজন,সাহিত্য কাগজ ভাঙন।
#আয়োজকঃ চলনবিল সাহিত্য সংসদ।
#প্রকাশনা_অনলাইন_মিডিয়া: ” নৈতিক ভাঙ্গুড়া” এবং” দৈনিক চলনবিলের কথা” ।
#আগামীকাল_প্রকাশিত_হবে
#কবি_মেহেদী_হাসানের জীবন বৃত্তান্ত।