পরকীয়ায় সর্বনাশ করে দিয়েছে পিকে ও শাকিরার এক যুগের সংসার। কলম্বিয়ার কিংবদন্তি গায়িকা শাকিরার সঙ্গে প্রতারণা করে হৃদয় ভাঙলেন জেরার্ড পিকে। ভাঙলেন সংসারও। স্পেনের এই বিশ্বকাপজয়ী তারকা ফুটবলার অন্য এক নারীর সঙ্গে জড়িয়েছেন পড়েন অনৈতিক সম্পর্কে। বিষয়টি নিয়ে আলোচনার পর দুজনেই আলাদা হয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।
স্প্যানিশ গণমাধ্যম মার্কা শনিবার (৪ জুন) জানিয়েছে, আনুষ্ঠানিক এক বিবৃতিতে ১২ বছরের দীর্ঘ সম্পর্কের ইতি টানলেন পিকে ও শাকিরা। যৌথ বিবৃতিতে ৩৫ বছর বয়সী পিকে ও ৪৫ বছর বয়সী শাকিরা লিখেছেন, ‘দুঃখের সঙ্গে জানাচ্ছি যে আলাদা হয়ে যাচ্ছি আমরা। আমাদের সন্তানরা, যারা আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, তাদের ভালোর জন্য আমরা তাদের ব্যক্তিগত বিষয়ে গোপনীয়তা রক্ষার অনুরোধ জানাচ্ছি। বিষয়টি অনুধাবন করতে পারার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।’
২০১০ বিশ্বকাপের সময় পরিচয় পিকে-শাকিরার। ওই বছর বিশ্বকাপের থিম সং ‘ওয়াকা ওয়াকা’ দিয়ে মাঠ মাতিয়েছিলেন শাকিরা। সঙ্গীত আর ফুটবল এরপর মিলেমিশে একাকার হয়েছে। এক যুগ এক সঙ্গে ছিলেন দু’জন। এই সময়ে সংসারে এসেছে দুই অতিথি। নয় বছর বয়সী পুত্র ও সাত বছর বয়সী কন্যা সন্তান। অবশ্য বিয়ে ছাড়াই ১২ বছরের এই সংসার ছিল তাদের।
সম্প্রতি শাকিরার ‘তে ফেলিসিতো’ নামে একটি গান প্রকাশ পেয়েছে। সেই গানের লিরিকেই লুকিয়ে আছে পিকের প্রতি তার ক্ষোভ। সেখানে বলা হয়েছে, ‘আমি তোমাকে গড়তে গিয়ে নিজেকে ভেঙেছি, তারা আমাকে সতর্ক করেছিল, তবে আমি মনোযোগ দিইনি তাতে।’
সেই গানের পরের লাইনগুলোর অনুবাদ অনেকটা এমন, ‘এরপর আমি জানতে পারলাম যে তোমারটা মিথ্যে ছিল। গ্লাস থেকে যা উপচে পড়ে, তা-ই ছিল সেটা। আমাকে দুঃখিত বলো না, এটা আন্তরিক শোনায়। কিন্তু আমি তোমাকে ভালোভাবেই জানি, আমি জানি তুমি মিথ্যেবাদী। আমি তোমাকে অভিনন্দন জানাচ্ছি, সন্দেহ নেই তুমি ভালো অভিনেতা, আশা করছি তোমার অভিনয় চলতেই থাকবে, তোমাকে সেখানেই মানায়।’
বার্সেলোনার ডিফেন্ডার পিকের অবিশ্বস্ততার কারণে সম্পর্ক আর টিকিয়ে রাখলেন না শাকিরা।