মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫, ০৬:১০ অপরাহ্ন

ই-পেপার

পাবনায় ৫টি চোরাই মোটরসাইকেলসহ আটক ৪

আটঘরিয়া (পাবনা) প্রতিনিধিঃ
আপডেট সময়: শনিবার, ৪ জুন, ২০২২, ১১:০৮ অপরাহ্ণ

গোয়েন্দা পুলিশের একটি দল নাটোরের সিংড়াসহ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে পাবনা থেকে চুরি হওয়া পাঁচটি চোরাই মোটরসাইকেলসহ চারজনকে গ্রেপ্তার করেছে।
শনিবার(৪ জুন) দুপুরে পাবনার পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে জেলা পুলিশের পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, পাবনার আমিনপুর থানার ঘোপসিলন্দা এলাকার লিয়াকত মিয়ার ছেলে আল-আমিন মুন্না (২৮), আটঘরিয়া উপজেলার দেবোত্তর হিন্দুপাড়ার আক্তারের ছেলে সোহাগ (২৫), সদর উপজেলার বালিয়াহালট এলাকার মৃত সিদ্দিক প্রামাণিকের ছেলে মনির হোসেন (৪০) ও চাটমোহর উপজেলার কৈলমহল এলাকার শাহজাহানের ছেলে শিপন (২৫)।
সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মহিবুল ইসলাম খান জানান, গত কয়েকদিন আগে পাবনা সদর থানায় মোটরসাইকেল চুরি সংক্রান্ত মামলা হয়।
 থানা পুলিশের পাশাপাশি ডিবি পুলিশ তদন্তে নামে। শনিবার ভোরে নাটোরের সিংড়া থেকে আল-আমিন মুন্নাকে আটক করে ডিবি পুলিশ। পরে তার স্বীকারোক্তি অনুয়ায়ী বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আরো তিনজনকে আটক করে।
এসময় জব্দ করা হয় বিভিন্ন সময় চুরি হওয়া ৪টি চোরাই ডিসকভার ও একটি হিরো মোটরসাইকেল।
গ্রেপ্তারদের মধ্যে মুন্নার বিরুদ্ধে তিনটি, সোহাগের বিরুদ্ধে দুইটি, শিপনের বিরুদ্ধে ছয়টি এবং মনিরের বিরুদ্ধে তিনটি চুরির মামলা আদালতে বিচারাধীন আছে।
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম, সহকারী পুলিশ সুপার আরজুমা আক্তার, ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান খোন্দকারসহ জেলা পুলিশের বিভিন্ন স্তরের কর্মকর্তা। 

 

#CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর