#চলনবিল_বিধৌত_বড়ালকুলের_কবি_ও_সাহিত্যিক_যারা
আজকে তুলে ধরবো চলনবিল অঞ্চলের #ভাঙ্গুড়া_উপজেলার কবি ও সাহিত্যিকগণের মধ্যে থেকে কবি নাছির উদ্দীনের জীবনী পরিচিতি
#মোঃ_নাছির_উদ্দিনঃ
কবি মোঃ নাছির উদ্দিন পাবনা জেলার ভাঙ্গুড়া উপজেলার কুমড়া ডাঙ্গায় এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে ০১ ফেব্রুয়ারী ১৯৭০ সালে জন্মগ্রহন করেন। তাঁর পিতার নাম মৃত রিয়াজ আহমাদ, মাতামৃত জাহানারা বেগম। প্রচার বিমুখ সৃষ্টিশিল এই মানুষটি সুচিশুদ্ধ সাহিত্যর্চচায় নিবেদিত। তিনি সচেতন সাহিত্য সংস্কৃতিক পরিষদের সাহিত্য সম্পাদক। তার প্রকাশিত গ্রন্থ-সমাজ ভিত্তিক দুর্যোগ ঝুকিহ্রাস
পরিকল্পনা। লিখে চলেছেন অন্যায় ও অনিয়মের বিরুদ্ধে।
#তথ্য_সংগ্রহঃ চলনবিলের কিংবদন্তি,চলনবিলের গুণীজন,সাহিত্য কাগজ ভাঙন।
#আয়োজকঃ চলনবিল সাহিত্য সংসদ।
#প্রকাশনা_অনলাইন_মিডিয়া: ” নৈতিক ভাঙ্গুড়া” এবং” দৈনিক চলনবিলের কথা” ।
#আগামীকাল_প্রকাশিত_হবে
#কবি_পি_এম_জাহিদের জীবন বৃত্তান্ত।