পাবনার আটঘরিয়ার গোড়রী বাজার সংলগ্ন পাইকপাড়া নামক স্থানে ব্রীজ ভেঙ্গে লোক চলাচলের চরম ভোগান্তিতে পড়েছেন পথচারিরা। যে কোনো মুহুর্তে বড় ধরনের দূর্ঘটনার কবলে পড়তে পারে নিরিহ জনগন।
১৫দিন আগে ঐ রাস্তার দিয়ে এটি বালু বোঝাই ড্রাম ট্রাক যাওয়ার সময ব্রীজটি খানিক অংশে ভেঙ্গে যায়। এব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ উদাসীন রয়েছেন। উক্ত রাস্তা দিয়ে প্রতিদিন ভ্যান, রিকসা, অটোরিকসা, ভুটভুটিসহ বিভিন্ন যানবাহন চলাচল করে।
উল্লেখিত স্থানে প্রায় ১৫দিন পূর্বে বালু বোঝাই ড্রাম ট্রাক যাওয়ার সময় এই ঘটনা ঘটে। ফলে রাস্তা মেরামত হলেও তা ভারসাম্য রক্ষা করতে পারে না। এছাড়া মুলাডুলি থেকে লক্ষীপুর রাস্তায় বেপরোয়া ভাবে ভারী যান বাহন চলাচল করে। মাঝে মধ্যে কর্তৃক সাইনবোর্ড দেওয়া থাকলেও তা কার্যকর হচ্ছে না। প্রতিদিন বালু বোঝাই ট্রাক একদন্ত থেকে গোড়রী শরৎবাজার চলাচল করে। রাস্তা গুলো সহজেই দুমড়ে মুচড়ে যায়। লোক চলাচলে চরম ব্যাঘাত ঘটছে এসব রাস্তায়। যথাযথ কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছেন ভূক্তভোগিরা।
উল্লোখিত সংশ্লিষ্ট এলাকার হাজেরা খাতুন নামক এক মহিলা জানান, ঐ ভাঙ্গা ব্রীজের অংশে একটি বালু বোঝাই ড্রাম ট্রাক যাওয়ার সময় ব্রীজটির এক জায়গায় ভেঙ্গে যায়। মানুষ বিপদে না পড়ে এজন্য আমি একটি লাল কাপড় এনে ঐ ভাঙ্গা স্থানে লাঠির মাথায় বেধে দিয়েছি। বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেন পথচারিরা।
#CBALO/আপন ইসলাম