রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০১:৫৭ পূর্বাহ্ন

ই-পেপার

পাবনায় কলেজের ভবন ও সড়ক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করলেন- এমপি প্রিন্স

মাসুদ রানা, আটঘরিয়া(পাবনা)প্রতিনিধি:
আপডেট সময়: সোমবার, ৩০ মে, ২০২২, ১০:৪১ অপরাহ্ণ

পাবনায় একটি কলেজের একতলা ভবন ও একটি সড়ক নির্মাণকাজের উদ্বোধন করা হয়েছে।
সোমবার দুপুরে পাবনা সদর আসনের সাংসদ ও পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য গোলাম ফারুক প্রিন্স এসব উন্নয়নকাজের উদ্বোধন করেন।
দুপুরে প্রথমে পৌর শহরের আব্দুল হামিদ সড়কের পাশে ৮০ লাখ টাকা ব্যয়ে নির্মিতব্য পাবনা শহীদ সাধন সঙ্গীত কলেজের চারতলা বিশিষ্ট ভবনের একতলা নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন সাংসদ গোলাম ফারুক প্রিন্স।
পরে সদর উপজেলার দাপুনিয়ায়  ৩৫ লাখ ৪৩ হাজার টাকা ব্যয়ে নির্মিতব্য ছয়গড়িয়া সাত্তার মন্ডলের বাড়ি থেকে হটোরা মন্তাজের বাড়ি পর্যন্ত সড়ক উন্নয়নকাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন তিনি। উদ্বোধন অনুষ্ঠানে জেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদ প্রশাসক রেজাউল রহিম লাল,
 পাবনা-সিরাজগঞ্জের সংরক্ষিত আসনের সংসদ সদস্য নাদিরা ইয়াসমিন জলি, সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোশারফ হোসেন, পাবনা শহীদ সাধন সঙ্গীত কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি আবুল কালাম আজাদ, অধ্যক্ষ মনিরা পারভীন, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহজাহান মামুন, উপজেলা আওয়ামী লীগের অর্থ বিষয়ক সম্পাদক হিরোকে হোসেন,
আওয়ামীলীগ নেতা কামরুজ্জামান রকি, জেলা ছাত্রলীগের সাবেক নেতা সেলিম হোসেন,দাপুনিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি হাসান ইমাম, সাধারণ সম্পাদক আবুবকর সিদ্দিক, জেলা ছাত্রলীগের সাবেক নেতা সরদার স্বপন আহমেদ সহ অনেকে উপস্থিত ছিলেন।
এ সময় সাংসদ গোলাম ফারুক প্রিন্স বলেন, বর্তমান সরকার কথায় নয়, কাজে বিশ্বাসী। এজন্য তৃণমুল পর্যায়ে একের পর এক উন্নয়নকাজ করে চলেছে। শিক্ষা প্রতিষ্ঠান, রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট করে মানুষের আশা আকাঙ্খার প্রতিফলন ঘটাচ্ছে এই সরকার। অথচ এই উন্নয়নে গা জ্বালা শুরু হয়েছে একটি মহলের। তারা চায় না বিশ্বের দরবারে বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়াক।
 তারা নানাভাবে মিথ্যা সমালোচনা করে সাধারণ মানুষের মাঝে বিভ্রান্তি ছড়াচ্ছে। সবাইকে এসব বিভ্রান্তি ও ষড়যন্ত্র থেকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

 

 

#CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর