রবিবার, ০৫ জানুয়ারী ২০২৫, ১২:১৬ অপরাহ্ন

ই-পেপার

এখনো পুরুষের ঘুম কাড়েন বলিউডের পাঁচ নায়িকা

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: রবিবার, ২৯ মে, ২০২২, ১২:৩৪ অপরাহ্ণ

লোকে বলে, তিরিশ পেরোলেই নাকি সৌন্দর্যে ভাটার টান পড়ে। সে তত্ত্বকে তুড়ি মেরে উড়িয়ে চল্লিশ পার করেও এমন চোখধাঁধানো সুন্দরী বলিউডের পাঁচ নায়িকা। আজও যে কত পুরুষের রাতের ঘুম কাড়েন তারা! সাধে কি বলে, বয়স স্রেফ একটা সংখ্যা!

কারিনা কাপুর : তিনি এসে দাঁড়ালেই লাস্যের বান ডাকে। টানটান শরীরে, উপচে পড়া যৌবনে, খোলামেলা সাজে এখনো কারিনা মানেই পারদ-চড়ানো উষ্ণতা।

ঐশ্বরিয়া রাই : সৌন্দর্যে বিশ্বকে টেক্কা দিয়েছিলেন। সে-ও প্রায় তিন দশক হতে চলল। মধ্য চল্লিশেও রাই-সুন্দরীর ধারে কাছে ঘেঁষে কে! এখনো অনেকের কাছেই সৌন্দর্যের সংজ্ঞা মানেই ঐশ্বরিয়া।

তব্বু ও মালাইকা

সুস্মিতা সেন : উনিশ বছরে রূপের জৌলুসে তাক লাগিয়ে দিয়েছিলেন পৃথিবীর। চল্লিশ পেরিয়েও বয়স তাতে ছাপ রাখল কই! দত্তক কন্যারা বড় হয়ে গেল। ছেচল্লিশেও যেন সেই উনিশেই আটকে সুস্মিতা।

তব্বু : সৌন্দর্যের সঙ্গে বুদ্ধিমত্তার মিশেল বরাবরই পুরুষের প্রিয়। তাতেই মোহময়ী তব্বু। বরাবরই। পঞ্চাশ ছুঁইছুঁই বয়সেও এতটুকু পতন হয়নি সেই আকর্ষণ।

মালাইকা অরোরা : সেই নব্বইয়ের দশকে ঝড় তুলেছিল তার ‘ছাইয়া ছাইয়া’। সেই শুরু। নির্মেদ কোমর, টানটান ত্বকের জেল্লায় আজও দোলা লাগে পুরুষ হৃদয়ে। বয়সে ছোট অর্জুন কাপুরের পাশেও কেমন অনায়াসে মানিয়ে যান মালাইকা। সূত্র : আনন্দবাজার


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর