বরিশালের আগৈলঝাড়ায় মঙ্গলবার সকালে ট্রাকের চাপায় এক ভ্যান চালকের স্ত্রী নিহত হয়েছে। গুরুতর আহতাবস্থায় ভ্যান চালক স্বামীকে হাসপাতালে ভর্তি। ঘাতক ট্রাক পালিয়েছে।
থানা অফিসার ইন চার্জ মো. গোলাম ছরোয়ার জানান, মঙ্গলবার সকাল পৌনে ছয়টার দিকে উপজেলার পতিহার গ্রামের ভ্যান চালক মান্নান সরদার (৫০) তার স্ত্রী রওশন আরা বেগমকে (৪৫) নিয়ে নিজের ভ্যানে করে আগৈলঝাড়ায় যাচ্ছিলেন।
পথিমধ্যে গোপালগঞ্জ-আগৈলঝাড়া-বরিশাল আঞ্চলিক মহাসড়কের সুজনকাঠী বাবন উদ্দিন এতিমখানা সংলগ্ন এলাকায় পৌছলে গৌরনদী অভিমুখি বিপরীত দিক দিয়ে আসা বেপরোয়া গতির একটি ট্রাক তাদের ভ্যানে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। ট্রাকের ধাক্কায় ছিটকে পরে ঘটনাস্থলেই ওরশন আরা বেগম (৪৫) নিহত হয়। গুরুতর আহত হয় ভ্যান চালক স্বামী মান্নান সরদার (৫০)। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে এসআই আলী আহম্মদ ঘটনাস্থলে পৌঁছে আহত ভ্যান চালক মান্নান সরদারকে উদ্ধার করে বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ করে নিহত রওশন আরা বেগমের সুরতহাল রিপোর্ট তৈরী করেন।
#CBALO/আপন ইসলাম