শাহরুখ-কন্যা সুহানা খানের জন্মদিনের কেকটা এতই সুস্বাদু ছিল যে, ভুলতে পারছেন না কেউ। যারা ২২মে পার্টিতে উপস্থিত ছিলেন, তারা প্রশংসা করেছেন সেই চকলেট কেকের। ক্যারামেল, চকলেট আর লাল চেরিতে সুসজ্জিত দোতলা কেকের ছবি ইনস্টাগ্রামে নিমেষে ভাইরাল! দেখে দেখে আশ মিটছে না ভক্তদের। ‘অপূর্ব!’, ‘সুস্বাদু’ মন্তব্যের জোয়ার বইছে নীচে। তারকা এবং সুহানার বন্ধুদের মধ্যে যারা জন্মদিনে উপস্থিত ছিলেন তারা লিখলেন, ‘চকলেটময় জন্মদিন! খুব আনন্দ হল।’
এক সপ্তাহ আগেই বলিউডে অভিষেক হয়েছে বাদশা-কন্যার। সেই কারণে এ বারের জন্মদিনে পরিবারের খুশির আমেজ ছিল আলাদাই। জোয়া আখতারের প্রযোজনায় ওটিটি মঞ্চে আসতে চলেছে ‘দ্য আর্চিজ’। জনপ্রিয় আর্চির কমিকস অবলম্বনে সেই ছবি মুক্তি পাবে ২০২৩ সালে। যাতে ভেরোনিকার চরিত্রে অভিনয় করছেন সুহানা। মেয়ে যে বাবার পদাঙ্ক অনুসরণ করে অভিনয়ে আসছেন, এতে খুশি এসআরকে অনুরাগীরাও।
২২মে জন্মদিনে ২২ বছরে পা রেখেছেন সুহানা। অনেক ভাল ভাল পোশাক উপহার পেয়েছেন বলিউডের পোশাকশিল্পীদের কাছ থেকে। আর সেই সঙ্গে দিনের সেরা আকর্ষণ সেই চকলেট কেক। সুহানাও যে চকলেট খেতে খুব ভালবাসেন!
#CBALO/আপন ইসলাম