ময়মনসিংহের নান্দাইলে সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলেই নিহত হয়েছে একজন। এ ঘটনায় আহত হয়েছে আরও তিনজন।
সোমবার সন্ধ্যা সারে সাতটার দিকে উপজেলার মোয়াজ্জেমপুর ইউনিয়নের তসরা নামক স্থানে এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, একটি কাঠ বোঝাই টি-২০ (লরি) গাড়ি নান্দাইলের দিকে যাওয়ার পথে ময়মনসিংহ কিশোরগঞ্জ মহাসড়কের তসরা নামক স্থানে বিকল হয়ে গেলে চালক রাস্তার সাইডে দাঁড় করিয়ে রাখে।
সন্ধ্যার পর একটি সিএনজি যাত্রী নিয়ে ময়মনসিংহ যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টো পাশে গিয়ে টি-২০ গাড়ির সম্মুখ ভাগে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই বিপুল খান (৪৫) নামে একজন ঘটনাস্থলেই নিহত হয়। নিহত ব্যাক্তি ঈশ্বরগঞ্জ উপজেলার মগটুলা ইউনিয়নের চরকপাশা গ্রামের আঃ রহমানের পুত্র বলে জানা যায়। এই ঘটনায় আহত হয়েছে আরো তিনজন ।তারা হলেন নান্দাইল উপজেলার চরকামাটখালী গ্রামের ফজলুল হক (৬৫),কামালপুর গ্রামের আবুল কালাম(৪৫),অপরজন হলো আঃ গফুর (৩৬)তাহার বাড়ি সিরাজগঞ্জের তারাশ উপজেলায় বলে জানা গেছে।
এবিষয়ে নান্দাইল ফায়ার সার্ভিস টিম লিডার শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,ঘটনার পরপরই আমরা আহতদের উদ্ধার করে নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করেছি।। নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক জানান একজনের অবস্থা গুরুতর হওয়ায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। বাকি দু’জন এখানেই চিকিৎসা নিচ্ছে। নিহতের লাশ এখনো হাসপাতালেই রয়েছে।
#CBALO/আপন ইসলাম