প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ বৃষ্টির সঙ্গে প্রবল বেগে ঝড় বইতে শুরু করে। ১টার দিকে কৃষক রিয়াজুল তাঁর ছেলেকে নিয়ে বাড়ির পাশে ধান কাটতে ছিল। এ সময় বিকট শব্দে বজ্রপাত হয়। এতে রিয়াজুল ইসলাম মাটিতে লুটিয়ে পড়েন।
তাঁর শরীরের কিছু অংশ পুড়ে যায়।
আশপাশের লোকজন এসে রিয়াজুলকে উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে নিয়ে যায়। কর্তব্যরত ডাক্তার তাঁকে মৃত ঘোষণা করেন।
আখানগর ইউনিয়নে চেয়ারম্যান রোমান বাদশা জানান, সকাল থেকে ছেলের সাথে জমিতে ধান কাটতে ছিলো ১টার সময় রিয়াজুল ইসলাম বজ্রপাতে মারা যান।
রুহিয়া থানার ওসি চিত্তরঞ্জন রায় বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
#CBALO/আপন ইসলাম