থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশারফ হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে প্রথমে মাদক ব্যবসায়ী খোকা রবিদাসকে গ্রেফতার করে পুলিশ। পরে তার নিজ বাড়ী থেকে ১লক্ষ ২হাজার টাকা মূল্যের ১০২লিটার চোলাই মদ ও ১লক্ষ টাকা মূল্যের ২শ লিটার জাওয়া জব্দ করা হয়।
তিনি আরো জানান, খোকা রবিদাস ও তার ছেলে বাদল রবিদাস দীর্ঘদিন ধরে নিজ বাড়ীতে অবৈধভাবে লাইসেন্সবিহীন চোলাই মদ ও জাওয়া তৈরি করতেন। পরে সেগুলো ড্রাম, গ্যালন ও পাতিলে ভর্তি করে মাটির নিচে পুঁতে সংরক্ষণ করে সারা বছর ব্যবসা করতেন।
বৃহস্পতিবার সকালে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে টাঙ্গাইল জেল হাজতে প্রেরণ করা হয়।
#CBALO/আপন ইসলাম