টাঙ্গাইলের ভূঞাপুরে মোটরসাইকেল মুখেমুখি সংঘর্ষে মোটরসাইকেলে থাকা তিন আরোহী আহত।
১৮ মে (বুধবার) বিকাল ৫টায় উপজেলার ভূঞাপুর-বঙ্গবন্ধু সেতু আঞ্চলিক মহাসড়কের বাগবাড়ি নামক স্থানে (মনির চেয়ারম্যান) এর বাড়ির সামনে এ দুর্ঘটনাটি ঘটে।
আহতরা হলেন- উপজেলার ঘাটান্দি গ্রামের হান্নান তালুকদারের ছেলে রুপক (২০), তুমছের আলীর ছেলে শিহাব (২৫) ও গোবিন্দাসী গ্রামের শহিদুল মন্ডলের ছেলে সানি (২২)।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, রুপক ও শিহাব দুই বন্ধু ভূঞাপুর থেকে গোবিন্দাসীর উদ্দেশ্যে যাচ্ছিল ও অপরদিকে সানি ভূঞাপুরের দিকে যাচ্ছিল। মোটরসাইকেল বেশি গতির কারণে পথিমধ্যে মোটরসাইকেল দুটি সংঘর্ষের শিকার হলে মোটরসাইকেল দুটি দুমড়েমুচরে যায়। এসময় স্থানীয়রা তাদের উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের অবস্থা আশঙ্কাজনক দেখে আহতদের কে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে প্রেরণ করেন।
ভূঞাপুর থানার এসআই বাহার আলম জানান, আমরা ঘটনাস্থলে গিয়ে কাউকে পাইনি। মোটরসাইকেল দুটি উদ্ধার করা হয়েছে।
#CBALO/আপন ইসলাম