টাঙ্গাইলের বাসাইল উপজেলার দুইটি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে মঙ্গলবার (১৭ মে) ছিল মনোনয়নপত্র দাখিলের শেষদিন। এসব ইউপিতে মোট চেয়ারম্যান পদে ১৪ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এদের মধ্যে বাসাইল সদর ইউনিয়নে ৫ জন ও কাশিল ইউনিয়নে ৯ জন। নির্বাচনে আওয়ামী লীগের দলীয় প্রার্থী ছাড়াও জাতীয় পার্টির (এরশাদ) প্রার্থী রয়েছে একজন। রয়েছে আওয়ামী লীগের বিদ্রোহী ও বিএনপি স্বতন্ত্র প্রার্থীরাও।
তবে ভোটের মাঠে শেষ পর্যন্ত কয়জন টিকে থাকবেন তা জানতে ১৯ মে প্রার্থিতা প্রত্যাহারের শেষদিন পর্যন্ত অপেক্ষা করতে হবে। ইউনিয়ন দু’টিতে নির্বাচন অনুষ্ঠিত হবে ১৫ জুন।
উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা যায়, ১৪জন চেয়ারম্যান প্রার্থী ছাড়াও সাধারণ ইউপি সদস্য পদে ৮৭ জন ও সংরক্ষিত মহিলা ইউপি সদস্য পদে ২০জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। মনোনয়ন দাখিলের শেষদিন পর্যন্ত দুইটি ইউনিয়ন থেকে বিভিন্ন পদে মোট ১২১ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।
উপজেলা নির্বাচন কর্মকর্তা মনি শংকর রায় জানান, ১৯ মে মনোনয়নপত্রের যাচাই-বাছাই, ২০ থেকে ২২ মে বাছাইয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়ের, ২৫ মে আপিল নিষ্পত্তি, ২৬ মে প্রার্থিতা প্রত্যাহার, ২৭ মে প্রতীক বরাদ্দ ও ১৫ জুন ভোট হবে।
এ নির্বাচনে দুইটি ইউপি’র প্রতিটি কেন্দ্রেই ইলেক্ট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) এর মাধ্যমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হব। নির্বাচন সুষ্ঠু করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে।
প্রসঙ্গত, বাসাইল সদর ইউনিয়ন মোট ভোটার সংখ্যা ৬ হাজার ৯৪৩। এর মধ্যে ৩ হাজার ৪১০জন পুরুষ ও ৩ হাজার ৫৩৩ জন নারী। কাশিল ইউনিয়নের ভোটার সংখ্যা ২৩ হাজার ৪৫০ জন। এর মধ্যে ১১ হাজার ৫৪০ জন পুরুষ ও ১১ হাজার ৯১০জন নারী ভোটার রয়েছে।
#CBALO/আপন ইসলাম