যশোরের অভয়নগর উপজেলার নর্থ বেঙ্গলগেট এলাকায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাক চালক ও ৬জন বাসযাত্রী গুরুতর আহত হয়েছেন। আহতদের অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার দুপুরে যশোর-খুলনা মহাসড়কের নর্থ বেঙ্গলগেট এলাকায় এ দূর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী মিল কর্মকর্তা সজিব জানান, মঙ্গলবার দুপুরে যশোরগামী একটি গ্যাসের সিলিন্ডার বোঝাই ট্রাক খুলনাগামী পলাশ পরিবহন নামের বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুইজন চালকসহ ৮-১০জন যাত্রী আহত হন। আহতদের এলাকাবাসীরা উদ্ধার করে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। হাসপাতালে দায়িত্বরত চিকিৎসক তরিকুল ইসলাম জানান, সড়ক দূর্ঘটনায় আহতরা হলেন, যশোরের মো. মাহির (২১) ও তানিম হোসেন (১৮), মনিরামপুরের জাহিদ হোসেন (২৩), ফকিরহাট উপজেলার অশোক মজুমদার (৬০), বেঙ্গলগেট এলাকার তানিয়া খাতুন (১৮), চাঁপাইনবাবগঞ্জ জেলার বাসিন্দা ট্রাক চালক তসিকুল ইসলাম (৩৫) ও দৌলদিয়ার বাসিন্দা বাস চালক শরিফুল ইসলাম (৪৫)। আহতদের মধ্যে চালক দুইজনের অবস্থা আশংকাজনক হওয়ায় তাদেরকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। এ ব্যাপারে নওয়াপাড়া হাইওয়ে থানার ওসি সিদ্দিকুর রহমান জানান, দুমড়ে-মুচড়ে যাওয়া ঢাকা মেট্রো ব-১৪-০৮৮২ নম্বর বাস ও ঢাকা মেট্রো ট-২৪-২৭৫৬ নম্বর ট্রাকটিকে জব্দ করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।
#CBALO/আপন ইসলাম