শুক্রবার, ০৩ মে ২০২৪, ০৬:০২ পূর্বাহ্ন

ই-পেপার

শিশুর ভবিষ্যৎ রচনায় পিতা-মাতা-শিক্ষকের ভূমিকা

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: বুধবার, ১১ মে, ২০২২, ১:২৬ অপরাহ্ণ
ছবি:প্রভাষক মোঃ সুলতান মাহমুদ

মানব জীবন স্বাপ্নিক। স্বপ্ন নিয়ে মানব জীবন শুরু হয়। স্বপ্নের স্তর অনুযায়ী একটি শিশুর জম্মের মধ্যে দিয়ে পিতা-মাতা পরিবারের স্বপ্নের ধারা শুরু হয়। স্বপ্ন বাস্তবায়নে পারিবারিক শিক্ষা একটি গুরুত্বপূর্ণ বিষয়। বিশেষ করে শিশুর প্রাথমিক শিক্ষক তার মাতা-পিতা। পারিবারিক শিক্ষা শিশুর জীবনে প্রাথমিক বুনিয়াদ হিসেবে কাজ করে থাকে। পারিবারিক শৃংখলা স্বপ্ন দেখানো পথ বাতায়ে দেয়া, পথ দেখানো তার জীবনে একটি স্বপ্নিক বাস্তবতার জম্ম দেয়। এবং পরবর্তী পর্যায়ে শিশু যখন স্কুলে যাবার উপযুক্ত হয় তখন পারিপার্শ্বিকতা – স্কুল প্রতিষ্ঠান থেকে সমাজ থেকে জ্ঞান আহরন শুরু। প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠান তাকে তার চরিত্রের বুনিয়াদ রচনা করে পারিবারিক শিক্ষার পরপরই। এর পর শিশুটি যখন শিশু থেকে কৈশরে পাদার্পন করে তখন সে পারিপার্শ্বিকতার মাধ্যমে দেখাদেখি জ্ঞান আচরন আনুকর-অনুসরন করতে থাকে। বিশেষ করে শিশুরা শিশুকালে অধিকতর অনুকরণ প্রিয়। অনুকরণের মধ্যে দিয়ে তার শিক্ষার বুনিয়াদ রচিত হয়। কৈশরের পারিপার্শ্বিকতা একজন শিশুর শিক্ষা জীবনকে সমৃদ্ধির পক্ষে স্বার্থকতার পথে এগিয়ে নেয়। বর্তমান সমাজ ব্যবস্থায় পারিপার্শ্বিকতায় মাদকের বিস্তার। এর মধ্যে দিয়ে অনৈতিকতার প্রভাব আমাদের আগত ভবিষ্যৎ শিশু কিশোর যুবকদের তার পিতা-মাতার স্বপ্নকে ভুলন্ঠিত করছে। সমাজ থেকে এ মাদকের বিস্তার ও অনৈতিকতাকে বিস্তার রোধ করা অত্যান্ত জরুরী। আগত শিশু যাদের নিয়ে আমাদের ভবিষ্যৎ তাদের নৈতিকতা বিবর্জিত কর্মকান্ড প্রতিরোধের দায়িত্ব আমাদের। আজ আমরা শিক্ষকরা শিক্ষার দায়িত্ব কাধে নিয়েছি শিক্ষক সমাজ। একজন ছাত্র বিশেষ সময় শিক্ষা প্রতিষ্ঠানে অবস্থান করে। শিক্ষক হিসাবে শিক্ষক মনা আদর্শ মানুষ হিসাবে জাতীয় দায়িত্ব আমাদের কাধে। আজ শিক্ষক হিসাবে আমাদেরকে সচেতন হয়ে সমাজ গঠনে আগত শিশুদের ভবিষ্যৎ স্বপ্ন বাস্তবায়নে দৃঢ় প্রত্যয় দায়িত্ব পালনে অগ্রজ ভূমিকা পালন করতে হবে। এ প্রত্যশা যেন দেশ, জাতি, সমাজ গঠনে শিক্ষকের দায়িত্ব পালনের মধ্যে দিয়ে শিক্ষক সমাজের মর্যাদা সমুন্নত থাকে।

 

লেখক

ICT প্রভাষক মোঃ সুলতান মাহমুদ

তাড়াশ মহিলা ডিগ্রী কলেজ

তাড়াশ, সিরাজগঞ্জ

 

 

#CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com