টাঙ্গাইলের বাসাইল উপজেলায় মাইক্রোবাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ২ জন আহত হয়েছেন। শনিবার সোয়া ৪টার দিকে উপজেলার বাসাইল -কাঞ্চনপুর ছনকা পাড়া রোডে দুর্ঘটনা ঘটে।
আহত হলেন— ধান ব্যবসায়ী ইয়াকুব আলী (৫০), অটোরিকশাচালক আব্দুল জলিল মিয়া (৪৫)।
প্রত্যক্ষদর্শীরা জানান, বাসাইল থেকে মাক্রোবাস কাঞ্চনপুর ইউনিয়ন পরিষদের উদ্দেশে যাচ্ছিল। পথে কাঞ্চনপুর ছনকা পাড়া রোডে ধানবোঝাই অটোরিকশাকে চাপা দেয় মাক্রোবাসটি। এতে ঘটনাস্থলেই ইয়াকুব আলী ও আব্দুল জলিল গুরুতর আহত হয়। আহতাবস্থায় উদ্ধার করে বাসাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।
দুর্ঘটনার পর এলাকাবাসী জানান, আহতদের উদ্ধার করা হয়েছে। ধান ব্যবসায়ী ধান নিয়ে বাসাইল থেকে ধানের গুদামে যাচ্ছিল। এ সময় মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনাকবলিত মাইক্রোবাস পালিয়ে যায় ও অটোরিকশা উদ্ধারের চেষ্টা চলছে।
#CBALO/আপন ইসলাম