রবিবার, ০৫ মে ২০২৪, ১২:৪২ অপরাহ্ন

ই-পেপার

পারিবারিক ভালোবাসার গল্পে ‘মেঘবেলা’

মোস্তাফিজুর রহমান উজ্জল, বিনোদন প্রতিবেদক:
আপডেট সময়: শনিবার, ১৪ মে, ২০২২, ৯:১০ অপরাহ্ণ

একঝাঁক তারকা শিল্পীকে নিয়ে সম্প্রতি নির্মিত হয়েছে ধারাবাহিক নাটক ‘মেঘবেলা’। নতুন এই ধারাবাহিকটি রোববার (১৫ মে) বাংলাভিশনে শুরু হবে। আহমেদ শাহাবুদ্দিনের রচনা ও ইসমত আরা চৌধুরী শান্তি’র পরিচালনায় নাটকটি প্রচারিত হবে প্রতি সপ্তাহে রোব ও সোমবার রাত ১১টা ২৫মিনিটে।

নাটকটিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শাহেদ শরীফ খান, শতাব্দী ওয়াদুদ, তানিয়া বৃষ্টি, নাবিলা ইসলাম, দীপা খন্দকার, খালেকুজ্জামান, মাসুম আজিজ, শিল্পী সরকার অপু, শমু চৌধুরী, জয়শ্রী কর জয়া, মানস বন্দোপাধ্যায়, ঈশানা, ইমরোজ, নাফিজা নাফা, তানভীর তনু, রিফাত জাহান, আমিন আজাদ, খলিলুর রহমান কাদেরী, শিশুশিল্পী নব্য প্রমুখ।

গল্পে দেখা যাবে, পুরান ঢাকার এক পরিবারের প্রেম-ভালোবাসার গল্প, সাথে অফিসের পলিটিক্স দেখতে পাবো এই ‘মেঘবেলা’ ধারাবাহিক নাটকে। শাহেদ অফিসে বড় পদে প্রমোশন পান। অন্য কর্মকর্তা শতাব্দী এতে মন খারাপ করেন। তাকে বিপদে ফেলার জন্য নানান পরিকল্পনা করতে থাকেন।

বসের কাছে অবস্থান খারাপ করার জন্য নেতিবাচক কথা বলে। অফিস পলিটিক্সের ফাঁদে পরে শাহেদ। অন্যদিকে তার ভালোবাসার মানুষকে নিয়ে পরিবারে শুরু হয় নানা ঘটনা। পারিবারিক ভালোবাসা, প্রেমে বিচ্ছেদ, অফিসের পলিটিক্স’সহ নানান বিষয় নিয়ে এগিয়ে যায় ‘মেঘবেলা’ ধারাবাহিক নাটকের গল্প।

 

 

#CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com