বরিশালে মাদকসেবীদের হামলায় স্থানীয় দৈনিক দখিনের খবর পত্রিকার নির্বাহী সম্পাদক কাজী মো. আবু সাঈদ প্রান্ত ও ছাত্রলীগ কর্মী সজিব হাওলাদার গুরুতর আহত হয়েছে। আহতদের বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে। হামলার ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পরলে বিমানবন্দর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে।
আহত ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সদর উপজেলার কাশিপুর ইউনিয়নের বিল্ববাড়ি মসজিদে শুক্রবার দুপরে নামাজ শেষে বাড়ি ফেরার পথে জাকির হাওলাদারের ঘরের সামনে মাদক সেবনসহ বিক্রয়ের বাঁধা দেয়ায় একই এলাকার মান্নান খলিফার পুত্র চিহ্নিত মাদক ব্যবসায়ী নাঈম খলিফা ও স্থানীয় পলাশের হামলায় দৈনিক দখিনের খবর পত্রিকার নির্বাহী সম্পাদক কাজী মো: আবু সাঈদ প্রান্ত ও জাকির হাওলাদারের পুত্র ছাত্রলীগ কর্মী সজিব হাওলাদার গুরুতর আহত হয়। আহত সজিব হাওলাদারকে উদ্ধার করে বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করলে খবর পেয়ে বিমানবন্দর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে করে।
স্থানীয়রা পুলিশের কাছে জানান, নাঈম খলিফা পেশায় একজন মাদক ব্যবসায়ী। লাকুটিয়া সড়ক বিল্ববাড়ী মুখার্জি পুল বাজার সংলগ্ন জাকির হাওলাদারের বসত ঘরের সামনে থাকা পরিত্যাক্ত একটি দোকান ঘরের পিছনে বসে দীর্ঘদিন ধরে গাঁজা ও ইয়াবা ব্যবসা করে আসছে। পলাশসহ প্রায় ডজন খানেক রয়েছে তাদের অনুসারী। নাঈম ও পলাশ গাঁজা ও ইয়াবাসহ একাধিকবার পুলিশের হাতে অটক হয়েছে। তাদের মাদক ব্যবসায় বাঁধা দেয়া নিয়ে দীর্ঘদিন ধরে জাকির হাওলাদার ও তার ছেলে সজিবসহ পরিবারের সবার সাথে বিরোধ চলে আসছিলো।
এ ঘটনায় সজীবের পিতা জাকির হোসেন হাওলাদার বিমান বন্দর থানায় নাঈম খলিফা ও পলাশকে আসামি করে একটি অভিযোগ দায়ের করেছেন।
#CBALO/আপন ইসলাম