পাবনার ভাঙ্গুড়া উপজেলার অষ্টমনিষা উচ্চ বিদ্যালয় শেখ রাসেল ডিজিটাল ল্যাব শুভ উদ্বোধন ও ওয়াশব্লক হাইজিন কর্ণার নির্মাণ ভিত্তিপ্রস্তর উদ্বোধন করা হয়েছে। বুধবার বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ইবনুল হাসান শাকিল এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন পাবনা ৩ আসনের সংসদ সদস্য ও ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব মোঃ মকবুল হোসেন।
বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোঃ বাকিবিল্লাহ পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম হাসনাইন রাসেল, অষ্টমনিষা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই, সাধারন সম্পাদক আব্দুল ওয়াহেদ এবং ইউপি চেয়ারম্যান সুলতানা জাহান বকুল।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ভাঙ্গুড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মুঃ ফয়সাল বিন আহসান, ভাঙ্গুড়া উপজেলা ভাইস চেয়ারম্যান গোলাম হাফিজ রঞ্জু, মহিলা ভাইচ চেয়ারম্যান আজিদা পারভীন পাখি, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি জাকির হোসেন ছবি, আসলাম আলী, রমজান আলী, যুগ্মসাধারণ সম্পাদক শামীম আহমেদ, সাংগঠনিক সম্পাদক আজাদ খান, আবুল কালাম আজাদ উপজেলা ছাত্রলীগের সভাপতি আতিকুল হাসান বিপ্লব ও সাধারণ সম্পাদক মেহেদী হাসান মামুন প্রমুখসহ রাজনৈতিক নেতৃবৃন্দ শিক্ষক, সাংবাদিক ও সুধীজন উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক ইমরান হাসান আরিফ।
#CBALO/আপন ইসলাম