সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ১০:৫৭ অপরাহ্ন

ই-পেপার

সিরাজগঞ্জে নতুন করে ৩৭জনের করোনা সনাক্ত: মোট সনাক্ত ৫৩০

প্রতিনিধির নাম:
আপডেট সময়: বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২০, ৫:১৯ অপরাহ্ণ

শুভ কুমার ঘোষ, সিরাজগঞ্জ :

সিরাজগঞ্জ পিসিআর ল্যাবে গত ২৪ ঘন্টায় নতুন করে আরো ৪৭ জনের শরীরে করোনা ভাইরাস সনাক্ত হয়েছে। ৪৭ জনের মধ্যে ১০ জন পৃর্বের পজিটিভ শনাক্ত এবং নতুন করে সনাক্ত হয়েছেন ৩৭ জন। সিরাজগঞ্জ সিভিল সার্জন কার্যালয় সুত্রে জানা এ তথ্য জানা গেছে। বৃহস্পতিবার (২ জুলাই) দুপুরে সিভিল সার্জন অফিসের সূত্রে জানা যায়, শহীদ এম মনসুর আলী মেডিক্যাল কলেজ হাসপাতালের (পিসিআর) ল্যাব থেকে ১৮৮ জনের নমুনার ফলাফল পাওয়া যায়। এর মধ্যে ৪৭ জনের করোনা পজিটিভ এবং অন্য ১৪১ জনের নেগেটিভ ফলাফল আসে। ৪৭ জনের মধ্যে ১০ জন পূর্বের আক্রান্ত।

 

জেলায় নতুন ৩৭ জনের মধ্যে সিরাজগঞ্জ সদরের ২৪ জন, বেলকুচিতে ১ জন, কাজিপুরের ৩ জন, কামারখন্দের ৩ জন, শাহজাদপুরের ১ জন এবং চৌহালীর ৫ জন রয়েছেন। জেলার বাহিরের মানুষসহ সিরাজগঞ্জ ল্যাবে এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ৫৫৩ জনের। যার মধ্যে সিরাজগঞ্জ জেলার বাসিন্দা ৫৩০ জন। করোনায় আক্রান্ত বাকী ২৩ জন অন্য জেলার। সিরাজগঞ্জ জেলায় মোট করোনা আক্রান্তের ৫৩০ জনের মধ্যে বেলকুচিতে ১২৫ জন, সিরাজগঞ্জ সদরের ১৭৫ জন, রায়গঞ্জের ৩৭ জন, চৌহালীর ৩২ জন, শাহজাদপুরের ৬৫ জন, উল্লাপাড়ার ৩১ জন, কাজিপুরের ৩৬ জন, তাড়াশের ১২ জন এবং কামারখন্দের ১৭ জন। এছাড়াও এ পর্যন্ত সুস্থ হয়েছেন ২০ জন এবং মারা গেছেন ৪ জন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর