মহানগর গোয়েন্দা পুলিশের পৃথক অভিযানে নয় কেজি গাঁজাসহ পাঁচজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় কোতয়ালী মডেল থানায় পৃথক মামলা দায়েরের পর মঙ্গলবার দুপুরে আটককৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়।
মহানগর গোয়েন্দা পুলিশের পুলিশ পরির্দশক হরিদাস নাগ জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সন্ধ্যায় নগরীর রসুলপুর এলাকায় অভিযান চালিয়ে এক কেজি গাঁজাসহ দুই নারী বিক্রেতাকে আটক করা হয়। আটককৃতরা হলো-রসুলপুর বস্তির মৃত বাদল হাওলাদারের স্ত্রী মালেকা বেগম (৫০) ও সদর উপজেলার চরকাউয়া এলাকার মৃত আব্দুর রহিম খানের স্ত্রী জাহানারা বেগম জানু (৪০)।
একইদিন বিকেলে নগরীর লঞ্চঘাট এলাকায় অভিযান চালিয়ে আট কেজি গাঁজাসহ তিন যুবককে আটক করা হয়। আটককৃতরা হলো-কুমিল্লা জেলার কোতয়ালী থানার রাজমঙ্গলপুর এলাকার বাদশা খন্দকারের ছেলে নুর ইসলাম (২৬), একই থানার বাজগোড্ডা ঝাকুনীপাড়া এলাকার আবুল মিয়ার ছেলে রাসেল মিয়া (২৬) ও একই এলাকার গাজীপুর গ্রামের আফসার উদ্দিনের ছেলে জসিম (৩৫)।
#CBALO/আপন ইসলাম