পাবনার আটঘরিয়া পৌরসভার উত্তরচক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ইসমাইল হোসেন (৩৬) মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। ১০ মে সে সুজানগর তালিমপুর শশুরবাড়ী যাওয়ার পথে মোটরসাইকেল ও সিএনজির মুখোমুখি সংঘর্ঘে হলে তার মৃত্যু হয়।
নিহত শিক্ষক ইসমাইল হোসেন আটঘরিয়া উপজেলার চাঁদভা ইউনিয়নের ভরতপুর গ্রামের আফাজ উদ্দিনের ছেলে।
পারিবারিক সূত্রে জানা গেছে, এদিন দুপুরে শিক্ষক ইসমাইল হোসেন মোটর সাইকেল নিয়ে সুজানগর উপজেলার তালিমপুর গ্রামে শশুরবাড়ী তালিমপুরে যাচ্ছিলেন। এসময় পাবনা- সুজানগর সড়কের খয়েরসুত নামক স্থানে মোটরসাইকেল ও সিএনজির মুখোমুখি সংঘর্ষ হলে সে গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
#CBALO/আপন ইসলাম