রবিবার, ২৩ নভেম্বর ২০২৫, ০৩:৫৮ অপরাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :
কক্সবাজার সদর উপজেলা জাসাস এর পরিচিতি সভা, জাসাস বিএনপি গোলাপ ফুল বললেন প্রধান অতিথি বাংলাদেশ বেসরকারি শিক্ষক কর্মচারী ফোরামের নির্বাহী মহাসচিব নির্বাচিত হলেন আনোয়ার হোসেন মানিকগঞ্জ ১ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থীর মোটরসাইকেল শোডাউন নাটোর ইমার্জিং কাপ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন নাটোর রেড টিম আটোয়ারীতে ‘মানিকপীর সোনালী কিন্ডার গার্টেন’-এর কৃতি শিক্ষার্থীদের মাঝে বৃত্তি ও সনদ বিতরণ আলীকদমে মাতামুুহুরী নদীতে পড়ে বৃদ্ধের মৃত্যু ভৈরব নদীতে নৌকা বাইচে উৎসবের জোয়ার, দর্শনার্থীর ঢল সাপাহারে ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স জনবীমী’র পিঠা ও আনন্দ উৎসব 

চুরিতে অতিষ্ঠ নান্দাইল বাইপাস সড়ক এলাকার বাসিন্দারা

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি :
আপডেট সময়: মঙ্গলবার, ১০ মে, ২০২২, ১১:০০ পূর্বাহ্ণ

ময়মনসিংহের  নান্দাইল পৌরসদরের নান্দাইল -দেওয়ানগঞ্জ  বাইপাস সড়কের আশপাশে গড়ে উঠেছে একাধিক আবাসিক এলাকা। আর এসব আবাসিক  এলাকার বাসিন্দারা দীর্ঘদিন ধরেই চুরের অত্যাচারে অতিষ্ঠ বলে অভিযোগ পাওয়া গেছে । একটু সুযোগ পেলেই একাধিক লক ভেঙ্গে ঘরে ঢুকে যা পায় তাই নিয়ে যাচ্ছে সংঘবদ্ধ  চোর চক্র।
গত ডিসেম্বরে   নান্দাইল সমূর্ত্ত জাহান মহিলা কলেজের প্রভাষক ইসমত আরা’র বাসা ক’দিন খালি ছিল। সে সুযোগে  ২৪  ডিসেম্বর দিবাগত রাতে বাসার একাধিক লক ভেঙ্গে ঘরের ভিতর ঢোকে আলমারি, শোকেজের তালা ভেঙ্গে নগদ ২০ হাজার টাকা ৫ ভরি স্বর্ণ অলংকার চুরির ঘটনা ঘটে। ভুক্তভোগীর ছেলে সাদ জানায় আমি পড়াশোনার কাজে ঢাকা অবস্থান করছিলাম। মা ছিলেন মামার বাড়িতে। এই সুযোগে সংঘবদ্ধ চোর চক্র এ ঘটনা ঘটায়,, পরবর্তীতে থানায় সাধারণ ডাইরি করলেও আজ অবধি চুরি কৃত মালামাল উদ্ধার বা কাউকে আটক করতে পারেনি পুলিশ।
একই এলাকার বাসিন্দা সরকারি প্রাঃ বিদ্যালয় সহকারী শিক্ষক মুজিবুর রহমানের বাসায় গত ৬ ফেব্রুয়ারি দিবাগত রাতে হানা দেয় একটি সংঘবদ্ধ চোর চক্র। তারঁ বাসার পাশের রুমে ভাড়াটিয়া হিসেবে বসবাসকারী অপসোনিন  ঔষধ কোম্পানির প্রতিনিধি ও তার স্ত্রীকে অস্ত্রের মুখে দড়ি দিয়ে বেঁধে। নগদ টাকা,স্মার্ট ফোন  সহ লুট করে নিয়ে যায় স্বর্ন অলংকার।এ ঘটনায়ও পুলিশ আসে তদন্ত শুরু করে আজ অবধি উদ্ধার হয়নি মালামাল গ্রেফতারও হয়নি কেউ। ঘটনার পর দিনেই বাসা ছেড়ে চলে যায় ভুক্তভোগী পরিবার। বাসার মালিক মুজিবুর রহমান জানান,আমি থানায় নিয়মিত যোগাযোগ রাখছি কোন খবর আজও পাইনি।
একই এলাকার বাসিন্দা সহকারী ভূমি অফিসার (নায়েব) আজিজুল ইসলামের বাসার একাধিক লক ভেঙ্গে গত ২২ মার্চ গভীর রাতে   একটি কক্ষে তালাবদ্ধ করে রাখা টিভিএস টাইগার মোটরসাইকেলটি চুরি করে নিয়ে যায়। এ ঘটনায়ও থানায় সাধারণ ডাইরি করেন তিনি। তিনি জানান নিয়মিত যোগাযোগ রাখছি থানায় কোন সন্ধান তারা আজও আমাকে দিতে পারেনি।
 বাইপাস সড়কের পশ্চিমে বিআরডিবি’র একটি গভীর নলকূপ রয়েছে। যা দিয়ে এলাকার সমস্ত ফসলি জমিতে বারো ধান চাষ করা হয়।এবাবের সেচ মৌসুম শেষে  সবে মাত্র ধান পেকেছে কিছু কিছু কাটা শুরু হয়েছে। নলকূপটির পরিচালক আবু তালেব জানান, গত ২৬ মার্চ বিদ্যুৎ অফিসে বিল বাবদ ১৯ হাজার টান্সফরমার খুলে আনা বাবদ এগারো’শ টাকা জমা দিয়েছি পরদিন অফিস থেকে লোক গিয়ে খুলে আনবে।  সে দিন রাতেই তিনটি টান্সফরমার খুলে ভিতরের সমস্ত কয়েল নিয়ে গেছে। এবিষয়ে নান্দাইল পল্লী বিদ্যুৎ জোনাল ম্যানেজার বিপ্লব চন্দ্র সরকার জানান, টান্সফরমার গুলো খুলে আনতে অফিস থেকে লোক গিয়ে দেখতে পায় শুধু  কাভার গুলো আছে ভিতরের কয়েল চুরি হয়ে গেছে। তিনি আরও জানান এবিষয়ে আমরা থানায় একটি অভিযোগ দায়ের করেছি।
সবশেষ গত ৭ মে দিবাগত রাতে বাইপাস সড়কে বাবুল মিয়া নামে এক ব্যাক্তির টং দোকানে দোকানে চুরির ঘটনা ঘটে। এবিষয়ে বাবুল মিয়া জানান আমি ক্ষুদ্র ব্যবসায়ী হাজার দুয়েক টাকার মতো মালামাল চুরি হয়েছে।
আর এসব সব সময় আতঙ্কে থাকেন এই এলাকার বাসিন্দারা, নুরুল ইসলাম নামে একজন জানান আমার নারিকেল গাছের ডাব গুলোও ক’দিন পূর্বে চুরি করে নিয়ে গেছে। শহিদুল্লাহ নামে একজন খামারি জানান বছর দুয়েক পূর্বে আমার গোয়াল থেকে গরু বের করে ফেলেছিল আমি টের পেয়ে যাওয়ায় ফেলে রেখে চলে যায় চোর চক্র।
এসব বিষয়ে নান্দাইল মডেল থানার ওসি মিজানুর রহমান আকন্দ জানান, এসব ঘটনা নিয়ে আমরা কাজ করছি। কয়েকজনকে আটকও করা হয়েছে।আমাদের চেষ্টা অব্যাহত রয়েছে। 

 

#CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর