তরুন রচয়িতা ও পরচালক সজিব চিশতির রচনায় আসছে ছয় পর্বের ধারাবাহিক নাটক ‘নায়িকার মা এখন নায়িকা’,
নাটকটির পরিচালনা করেছেন মেধাবী পরিচালক এসএম রুবেল রানা।
বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন হাসান জাহাঙ্গীর, রত্না কবির,মুকিত জাকারিয়া, চিত্রলেখা গুহ, তারকে স্বপন, সাব্বির আহমেদ, আনোয়ার, অনন্যা অনু, বাহার, সেলিম প্রমুখ। নাটকটির গল্প আবর্তিত হয়েছে সিনেমা পাড়ার মানুষদের জীবনী নিয়ে। সিনেমার মানুষদের সুখ, দুঃখ ,জীবন যাপন, শূটিং এর সময় ঘটে যাওয়া নানা ঘটনা নিয়ে। নাটকের গল্প কমেডি প্রধান হলেও সামাজিক বিভিন্ন বিষয়ও গল্পে তুলে ধরা হয়েছে।
নাটকটি ঈদুল ফিতরের চাঁদ রাত থেকে প্রচারিত হবে চ্যানেল নাইনে সন্ধ্যা ছয়টা ত্রিশ মিনিটে। নাট্যকার সজিব চিশতি বলেন নাটকটি ঈদে বাড়তি আনন্দ দিতে সমর্থ হবে।
#CBALO/আপন ইসলাম