মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ০৪:২৮ পূর্বাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :
আটঘরিয়ায় মহিলা দলের উদ্যোগে বেগম খালেদা জিয়ার স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত সহিংসতা প্রতিরোধে রাজশাহীতে ব্লাস্ট ও লফসের জেন্ডার সচেতনতা কর্মসূচি অনুষ্ঠিত ফরিদপুরে স্কুলছাত্রী হত্যা: ডিবি পুলিশের তদন্তে রহস্য উদঘাটন হিন্দু সম্প্রদায়ের মেয়ে হয়েও দলের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছি- আটোয়ারীতে বিএনপি নেতা নিপুন রায় চৌধুরী “প্রশাসনের কড়াকড়িতে স্বস্তি ভাঙ্গুড়ায়” দখলদার ও ভেজালকারীদের বিরুদ্ধে ধারাবাহিক অভিযানে বদলাচ্ছে চিত্র কোকোকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য দেওয়ায় দেবোত্তর ইউনিয়ন বিএনপির প্রতিবাদ বিক্ষোভ সলঙ্গায় ট্রান্সফরমার প্রতিস্থাপনে বিদ্যুৎস্পর্শে দিনমজুরের মৃত্যু নাগরপুরে ব্যাটমিন্টন ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

আগৈলঝাড়ায় ব্যবসায়ী লাঞ্চিতর প্রতিবাদে সকল ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ চেয়ারম্যানের বিচারের আশ্বাস

রুবিনা আজাদ, আঞ্চলিক প্রতিনিধি বরিশাল:
আপডেট সময়: বুধবার, ২৭ এপ্রিল, ২০২২, ৩:১৩ অপরাহ্ণ

বরিশালের আগৈলঝাড়ার গৈলা বাজারের এক ব্যবসায়ীকে লাঞ্চিত করায় ব্যবসায়ীদের মাঝে চরম ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে। সহকর্মী লাঞ্ছিতর প্রতিবাদে ওই বাজারের ব্যবসায়িরা বুধবার সকালে দোকানপাট বন্ধ রেখে ঘটনার বিচার দাবি করে প্রতিবাদ জানিয়েছেন।
বাজারের কাঁচামাল ব্যবসায়ী ও স্থানীয়রা জানান, গৈলা বাজারে কাঁচামাল ব্যবসায়ী সেকেন্দার সরদারকে মঙ্গলবার বিকেলে তার দোকানে বসে তুচ্ছ ঘটনায় মধ্যশিহিপাশা গ্রামের মৃত ফজলুল হক মুন্সির ছেলে রফিকুল ইসলাম রুবেল মুন্সি লাঞ্চিত করে। লাঞ্ছিত ব্যবসায়ি ঘটনায় আকস্মিক অসুস্থ হয়ে পড়লে অন্যান্য ব্যবসায়ীরা তাৎক্ষনিক সেকেন্দার সরদারকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন। হাসপাতালে তার শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক ব্যবসায়ি সেকেন্দারকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরন করলে সেখান থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরন করেছে।
এ ঘটনায় বুধবার সকাল ৬টা থেকে বাজারের সকল কাঁচামালের দোকান, মাছ-মাংসের দোকান, বিভিন্ন মুদি দোকান বন্ধ রেখে ব্যবসায়ীরা লাঞ্ছনাকারী রুবেল মুন্সির বিচারের দাবীতে প্রতিবাদ জানায়।
গৈলা বাজার ব্যবসায়ী কমিটির সাধারণ সম্পাদক জাকির হোসেন মানিক মোল্লা জানান, প্রবীন ব্যবসায়ী সেকেন্দার সরদারকে লাঞ্চিতর ঘটনায় রুবেল মুন্সির বিচারের দাবীতে ব্যবসায়ীরা তাদের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখে ও প্রতিবাদ জানায়। রমজান ও ঈদকে সামনে রেখে বাজারে আসা ক্রেতারা দোকানপাট বন্দের কারনে বিড়ম্বনায় পরেন।
খবর পেয়ে গৈলা বাজার কমিটির সভাপতি ও গৈলা ইউপি চেয়ারম্যান শফিকুল হোসেন টিটু বাজারে গিয়ে ব্যবসায়িদের প্রতিবাদ সভায় অভিযুক্ত রুবেল মুন্সির বিচারের আশ্বাস দিলে ব্যবসায়ীরা সকাল ৯টায় তাদের বন্ধ দোকান খুলে ব্যবসা পরিচালনা শুরু করে। এসময় ওই সভায় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুস সাত্তার মোল্লা, স্থানীয় ইউপি সদস্য সৌরভ মোল্লা, বাজার কমিটির কোষাধ্যক্ষ ইয়াকুব আলী শিল্পী মোল্লা, ব্যবসায়ী মেহেদী হাসান, একলেচ সরদার প্রমুখ।

 

 

#CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর