বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ০৯:১৬ পূর্বাহ্ন

ই-পেপার

মানবতার দৃশ্যমান সংগঠক ধারক ও বাহক প্রভাষক ডা: শেখ মহ‌সিন 

প্রতিনিধির নাম:
আপডেট সময়: বুধবার, ১ জুলাই, ২০২০, ৬:১২ অপরাহ্ণ

বিশেষ প্রতিনিধিঃ

কবির ছন্দ যেনো তার জন্যই অবধারিত। যেমন, মানবতাই শ্রেষ্ঠ ধর্ম, আর মানব সেবায় শ্রেষ্ঠ কর্ম।সমাজের যেখানেই অসঙ্গতি পরিলক্ষিত হয় সেখানেই তিনি সংগতিপূর্ণ করে তুলে ধরার চেষ্টা করেন। যে দেহে মনুষ্যত্ব বাস করে শুধু সেই প্রকৃত মানুষ।যার দেহের ভিতরে থাকবে না অহংকার, অতি লজ্জা,পর নিন্দা, পরহিংসা, অন্যের ক্ষতিসাধন, অন্যায় মূলক আচরণ, আর এই সবগুলোরই অধিকারী ডাঃশেখ মহসীন।
BDCN24এর সম্পাদক প্রভাষক ডাঃ শেখ মহসীন গতকাল ৩০শে জুন (মঙলবার) এমনই একটি দৃষ্টানতো দেখিয়েছেন যা গনমানুষের মনে জাগরন হয়ে থাকবে।তখন সময় দুপুর ১ টা ১০ মিনিটে একটি সিমেন্ট বোঝাই পিকআপ রাস্তায় চলছিল হঠাৎ করে চাঁদপুর পৌরসভার নতুন বাজার বিদ্যুৎ অফিস ও যমুনা ডিপোর সম্মুখ রাস্তার মাঝে পিকআপ গাড়িটি যান্ত্রিক ত্রুটির কারণে বন্ধ হয়ে যায়। তার ফলে জে,এম সেনগুপ্ত রোড, শহীদ জাবেদ সড়ক ও হাজী মহসীন রোডে দীর্ঘ সাড়িঁতে যানজটের সৃষ্টি হয়ে পড়ে।তখন আশেপাশের মানুষ ও গাড়ির ড্রাইভার দর্শকের মত শুধু তাকিয়ে দেখতে ছিলেন।
এমনই অবস্থায় মানবতার ধারক ও বাহক ডাঃশেখ মহসীন নিজ গাড়ি থেকে তাৎক্ষণিক নেমে ট্রাফিক পুলিশের ভূমিকায় নেমে যায়। নিজের পেশী শক্তি দিয়ে বন্ধ পিকআপ সরানোর জন্য ধাক্কা দিতে থাকে। এই দৃশ্য দেখে আশেপাশের মানুষজন ও এই মহৎ কাজে অংশগ্রহণ করেন। মানবতার সেবক প্রভাষক ডাক্তার শেখ মহসীন স্যার ও তাঁহার সহযোগীদের দীর্ঘক্ষনের আপ্রান প্রচেষ্টায়, নষ্ট হয়ে যাওয়া মাঝ  পথে থাকা গাড়িটি ধাক্কিয়ে রাস্তার মাঝখান থেকে নিরাপদ স্থানে রেখে দু’পাশের গাড়িগুলোকে সুশৃংখলভাবে চলাচলের ব্যবস্থা করে দেয়।
এই মানব প্রেমিক দৃশ্য দেখে, চাঁদপুর শহরের অনেক সচেতন মানুষ অবাক হয়ে,নির্বাক দৃষ্টিতে তাকিয়ে তাকিয়ে উনার এই কর্মকাণ্ড দেখে মন থেকে প্রশংসা ও দোয়া করতে থাকে।আসলেই সত্যিকার অর্থে উনি একজন মানবপ্রেমিক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর