মোঃ কামাল হোসেন অভয়নগর যশোর:
কোভিড-১৯ লকডাউনে ঘরে বন্দি আছি দেশও দেশের মানুষের জন্য অনেক টেনশন করছি । করোনা মোকাবেলায় এখনও যেহেতু কোনো ভ্যাকসিন আবিষ্কার হয়নি তাই আমাদের সচেতনতার কোনো বিকল্প নেই। ব্যাক্তিগত সুরক্ষা বিধি মেনে চলার পাশাপাশি জরুলি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে ঘুরাঘুরি সচেতন নাগরিকের দায়িত্বশীলতার পরিচয় নয়। এই বিষয়টি যত দ্রুত বুঝবো ততোই মঙ্গল ।
আচ্ছা, তুমি কি দেখোনি,এই কয়েক মাসে লক্ষ,লক্ষ মানুষ শ্বাসরুদ্ধকর অবস্থায় মারা গিয়েছে ? হাজারও মানুষ পরিবার-পরিজনসহ এই দুনিয়া থেকে চলে গেছে? অনেকেই তো জীবনের শেষ মুহুর্তে নিজের প্রিয় মানুষটিকে একনজর দেখার সুযোগ ও পাইনি,এই খবর কি আসেনা কানে ? আচ্ছা,করোনাভাইরাস কি তোমার শরীরে বাসা বাঁধতে পারেনা? তোমার জীবনেও কি করোনা-জনিত মৃত্যু আসতে পারে না? তবুও কি সচেতন হবে না? জ্বর সর্দি গলাব্যথা নিয়ে হাসপাতালে গেলে তুমি। করোনার উপসর্গ দেখে দ্রুত নমুনা সংগ্রহ করল ডাক্তাররা। এরপর সেটা পাঠানো হলো মহাখালীতে। ওরা টেষ্ট করে জানাল……. পজিটিভ।
করোনাবিবি বাসা বেঁধেছে তোমার শরীরে। অনেক ঘোরাঘুরি করে শেষমেশ কুয়েত মৈত্রী হাসপাতালের আইসোলেশন ইউনিটে তোমার স্থান হলো। কোনো আত্মীয় স্বজন যায় না ওখানে। মা-বাবা ভাই-বোন,কারও সাথেই দেখা না তোমার ফোনকলে কেবল কথা হয় পরিবারের সাথে। দিন দিন অবস্থা খারাপ হতে থাকল। শ্বাসকষ্ট আর প্রচন্ড জ্বরে তুমি তখন কাবু। নড়বার মতন শক্তিনেই গায়ে। এমন অবস্থা কি তুমি চাও,না চাইলে ঘরে থাকুন। নিরাপদে থাকুন সামাজিক দূরাত্ব বজায় রাখুন ।