নওগাঁর আত্রাই থানা পুলিশ শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত যুবক উপজেলার হাতিয়াপাড়া গ্রামের বেলালের ছেলে আল-আমীন (২২)।
মামলার এজাহার সূত্রে জানা যায়, একই গ্রামের বানেজ আলীর ১৪ বছর বয়সী কন্যাকে আল-আমীন বিভিন্ন সময় প্রেমের প্রস্তাব দিয়ে আসে। এতে ও মেয়ে রাজি না হওয়ায় সম্প্রতি আল-আমিন তাকে বাড়ি সংলগ্ন একটি জঙ্গলে নিয়ে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে। এ সময় লোকজন বিষয়টি টের পেলে সে পালিয়ে যায়। এ ঘটনায় মেয়ের মা রুবি বেগম বাদি হয়ে গত শনিবার আত্রাই থানায় একটি মামলা দায়ের করেন। আত্রাই থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, মামলা দায়েরের পর রাতেই আল-আমিনকে গ্রেফতার করা হয়েছে এবং গতকাল রোববার নওগাঁ জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
#CBALO/আপন ইসলাম