ফিলিস্তিনিদের ওপর ইসরাইলিদের বর্বরতা কিংবা তাদের পক্ষ নিয়ে দেওয়া পোস্ট ব্লক করে দিচ্ছে সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রাম এমনটাই জানালেন যুক্তরাষ্ট্রের সুপার মডেল বেলা হাদিদ।
পবিত্র আল-আকসায় অবৈধ ইহুদি বসতকারী ও ইসরাইলি সেনারা ফিলিস্তিনিদের ওপর যে বর্বরোচিত হামলা চালিয়েছে তা নিয়ে একটি পোস্ট দেওয়ার সঙ্গে সঙ্গে তা ব্লক করে দেওয়া হয়। ফ্যাশন ম্যাগাজিন হারপার্স বাজারকে দেওয়া এক সাক্ষাৎকারে সুপার মডেল বেলা হাদিদ তার এ কথা জানান।
গত শুক্রবার জেরুজালেমে পবিত্র আল-আকসা মসজিদে মুসল্লিদের ওপর নির্বিচারে হামলা শুরু করে ইসরাইলি বাহিনী।
এতে নারী-শিশুসহ শতাধিক ফিলিস্তিনি আহত হন এবং অসংখ্য নিরপরাধ মুসল্লিকে গ্রেপ্তার করে নিয়ে যায় ইসরাইলি পুলিশ।
রবিবার ইসরাইলি বাহিনীর ছত্রছায়ায় আল-আকসায় প্রবেশ করে জেরুজালেমে অবৈধ ইহুদি বসতিগুলোর সাত শতাধিক বাসিন্দা।
#CBALO/আপন ইসলাম