যৌতুকের দাবীতে স্ত্রীকে মারধরের অভিযোগে চিকিৎসক স্ত্রীর দায়ের করা মামলায় থানা পুলিশ চিকিৎসক স্বামীকে গ্রেফতার করেছেন। ঘটনাটি জেলার গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের।
বুধবার দুপুরে তথ্যের সত্যতা নিশ্চিত করে গৌরনদী মডেল থানার ওসি মো. আফজাল হোসেন জানান, স্ত্রীর দায়ের করা মামলায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. টিপু সুলতানকে (৩২) মঙ্গলবার রাতে তার নিজ বাসা থেকে গ্রেফতার করা হয়েছে। ওসি আরও জানান, ডা. টিপু সুলতানের স্ত্রী ডা. মিলাদুজ্জাহান ইরা (২৮) বাদী হয়ে যৌতুক আইনে একটি মামলা দায়ের করেছেন। গ্রেফতারকৃত চিকিৎসক ও তার স্ত্রী উভয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার হিসেবে কর্মরত রয়েছেন।
মামলা সূত্রে জানা গেছে, ২০২১ সালের ১৩ আগস্ট গৌরনদী উপজেলার নলচিড়া গ্রামের মো. বাদশা ফকিরের পুত্র ডা. টিপু সুলতানের সাথে কুমিল্লা দক্ষিণ সদর উপজেলার দৈয়ারা গ্রামের আব্দুল আলিমের কন্যা ডা. মিলাদুজ্জাহান ইরার বিয়ে হয়। বর্তমানে তারা দুজনেই গৌরনদী উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে কর্মরত রয়েছেন। মামলার বাদীর অভিযোগ, ১০ লাখ টাকা যৌতুকের জন্য তার স্বামী ডা. টিপু সুলতান প্রায়ই তাকে মারধর করে আসছে। নিরুপায় হয়ে মঙ্গলবার রাতে তিনি যৌতুকের জন্য মারধর ও হত্যার চেষ্টার অভিযোগে গৌরনদী মডেল থানায় ডা. টিপু সুলতান ও তার বাবা বাদশা ফকিরকে আসামী করে মামলা দায়ের করেন।
তবে যৌতুকের বিষয়টি অস্বীকার করে থানা কম্পাউন্ডে বসে ডা. টিপু সুলতান বলেন, বিয়ের পর থেকে স্ত্রীর উচ্চাভিলাষী আকাক্সখা আর শাশুরীর কু-পরামর্শে তাদের সামান্য দাম্পত্য কলহ ছিলো। তিনি (টিপু সুলতান) আরও বলেন, বিসিএস পরীক্ষার যাবতীয় ব্যয়ভারসহ স্ত্রীর সকল আবদারই তিনি পূরন করেছেন। এরপরেও সে (ইরা) আমার মা ও বাবাকে সহ্য করতে পারতোনা। ফলে স্ত্রীকে নিয়ে আমার ভাড়া বাসায় থাকতে হয়েছে।
#চলনবিলের আলো / আপন