সোমবার, ০৬ মে ২০২৪, ১০:৫৬ পূর্বাহ্ন

ই-পেপার

“দেশটা এইবার কিছু খাইবো” – সাজিদুর রহমান সুমন

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: সোমবার, ১১ এপ্রিল, ২০২২, ১:৫৪ অপরাহ্ণ

একদিন করিম মিয়ার সাথে রাস্তায় দেখা হওয়ার পরে কইলোঃ-
চেয়ারম্যান সাহেব দেশ কি আর আগের মত হইবো না,দেশটা কেমন যানি হইয়া গেছে!

চেয়ারম্যানঃকেন করিম চাচা দেশের আবার কি হইলো দেশ তো ভালোই আছে,সবকিছু ঠিকঠাকই চলছে।

করিম চাচাঃকই আমি তো দেহি দেশ ঠিক নাই;চারিদিকে হাহাকার মনে হইতাছে দেশটা ক্ষুদার্ত অনেক দিন খায় না,কিছু একটা খাইবো;
চারিদিকে আগের মত কোথাও ধর্মীয় অনুষ্ঠান মানে ওয়াজ নসিহত বা গান বাঁজনা কিছুই হয়না,মানুষ বিনোদন ছাড়া বাঁচবে কেমনে?

চেয়ারম্যানঃ চাচা শোনেন দেশ ঠিক আছে কোন সমস্যা নাই,আপনে গরীব মানুষ টেনশন নিয়েন না।

করিম চাচাঃ দেশ এইবার খাইবো অনেকদিন খায়না,আচ্ছা চেয়ারম্যান সাহেব কনতো ১৯৭১ সালে দেশ কেন স্বাধীন হইছিলো?
ও আপনে তো কইতে পারবেন না,কারন আপনার তো তখন জন্মই হয় নাই,
তাইলে শোনেন মানুষের যখন বিনোদন কমে যায়,তারমানে দেশে শান্তি নাই,দেশ অভাবগ্রস্থ,মানুষ জিবিকা নিয়া চিন্তায় পইরা আছে।
দেশ এইবার খাইবোই খাইবো!

চেয়ারম্যানঃআচ্ছা চাচা জাইগা সময় নাই,অন্য সময় কথা হইবো।
(এই বইলা চেয়ারম্যান চইলা যাইতেছিলো,
একটু যাইতেই চেয়ারম্যান এর চামচা জানতে চাইলো)

চামচাঃচেয়ারম্যান সাহেব লোকটা কিন্তু ভবিষ্যতের কথা কইতেছিলো,দেশটা কি যেন খাইবো।

চেয়ারম্যানঃ আরে বেটা ওই সব গরীবের কথা বাদ দে,এই সরকার ক্ষমতায় না থাকলে আমরা দেশে থাকতে পারবো না,যে কইরাই হোক ক্ষমতায় রাখতে হইবো সরকার রে।

চামচাঃঠিক কইছেন চেয়ারম্যান সাহেব ওই সব গরীবের কথা ভাইবা লাভ নাই,আপনে যেই পরিমান চুড়ি-ডাকাতি,খুন,ধর্ষণ করছেন এই গুলোর মামলা হইলে তো আপনের চৌদ্দগুষ্টি জেল খাইটাও শোধ হইবো না।

চেয়ারম্যানঃ চুপকর হারামজাদা খালি বেশি কথা কইস।
কাল রাইতে পাপন সাংবাদিক এর লাশ টা নদীতে ফালাইয়া দিস,লাশের বস্তায় পাথর বাইন্ধা দিবি কইলাম……

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com