জমি সংক্রান্ত বিরোধের জেরধরে একই পরিবারের তিনজনকে পিটিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনাটি বরিশালের গৌরনদী উপজেলার দক্ষিণ ধানডোবা গ্রামের।
শনিবার দুপুরে ধানডোবা গ্রামের বাসিন্দা ফিরোজ হাওলাাদার অভিযোগ করে বলেন, তিনি দীর্ঘদিন ঢাকায় বসবাস করায় তার পৈত্রিক সম্পত্তি ভোগ দখল করে আসছিলো তারই আপন চাচা পিরু হাওলাদার ও তার কেয়ারটেকার রাসেল হাওলাদার। অতিসম্প্রতি গ্রামে ফিরে আসায় আমার পৈত্রিক সম্পত্তি তাদের ছেড়ে দিতে হয়। এনিয়ে আমার উপর ক্ষিপ্ত ছিলো চাচা ও তার কেয়ারটেকার। তারই ধারাবাহিতায় শুক্রবার (৮ মার্চ) সকালে কেয়ারটেকার রাসেলের মায়ের সাথে আমার (ফিরোজ) স্ত্রী মুক্তা আক্তারের ঝগড়া হয়। একপর্যায়ে রাসেল হাওলাদার ও তার লোকজন হামলা চালিয়ে মুক্তা আক্তারকে পিটিয়ে আহত করে। এসময় তাকে (মুক্তা) রক্ষার্থে আমার কলেজ পড়ুয়া মেয়ে মিতু আক্তার (১৭) ও পুত্র সজিব হাওলাদার (১১) ছুটে আসলে তাদেরকেও পিটিয়ে আহত করা হয়। এব্যাপারে লিখিত অভিযোগের তদন্তকারী কর্মকর্তা গৌরনদী মডেল থানার এসআই মোঃ রেদওয়ান জানান, বিষয়টি তদন্ত চলছে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে পরবর্তী ব্যবস্থা গ্রহন করা হবে।
#চলনবিলের আলো / আপন