বরিশালের উজিরপুর পৌরসভার ৬নং ওয়ার্ড থেকে ৩১৪পিচ ইয়াবাসহ সোহেল ফরাজী (৩৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা ডিবি পুলিশ।
বৃহস্পতিবার সকালে তথ্যের সত্যতা নিশ্চিত করে জেলা গোয়েন্দা ডিবি পুলিশের এসআই কাজী ওবায়দুল জানান, গোপন সংবাদের ভিক্তিতে বুধবার সন্ধ্যায় উজিরপুর পৌরসভার ৬নং ওয়ার্ডে অভিযান চালিয়ে সোহেল ফরাজীকে ৩১৪ পিচ ইয়াবাসহ আটক করা হয়। সোহেল এয়ারপোর্ট থানার পশ্চিম রহমতপুর গ্রামের লাল মিয়া ফরাজীর পুত্র। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে।
#চলনবিলের আলো / আপন