ভাঙ্গুড়া প্রতিনিধি:
পাবনার ভাঙ্গুড়া থানায় অফিসার ইনচার্জ ( ওসি) যোগদান করেছে। যোগদানকৃত নতুন ওসি হলেন মুহাম্মদ আনোয়ার হোসেন। রোববার (২৮ জুন) তিনি ভাঙ্গুড়া থানায় যোগদান করেছেন। তিনি ওসি মোঃ মাসুদ রানার স্থলাভিষিক্ত হলেন। তিনি এর আগে রাজশাহী জেলার গোয়েন্দা শাখায় অফিসার ইনচার্জ হিসেবে কর্মরত ছিলেন।
তিনি ব্যক্তিগত জীবনে বিবাহিত ও ২ মেয়ে ও ১ পুত্র সন্তানের জনক। তিনি ঢাকা জেলার বাসিন্দা। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ২০০৩ সালে সমাজ কল্যাণ বিভাগ থেকে স্নাতকোত্তর ডিগ্রী অর্জন করেন এবং একই বছর তিনি বাংলাদেশ পুলিশ বাহিনীতে এসআই পদে যোগদান করেছিলেন। অপরদিকে সদ্যবিদায়ী ওসি মোঃ মাসুদ রানা পার্শ্ববতী ফরিদপুর থানায় যোগদান করেছেন।